ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৩ ১৪৩১

বনবেগুনের সাথে গ্রাফটিং পদ্ধতিতে টমেটো চাষ(ভিডিও)

প্রকাশিত : ১০:৪১ এএম, ১৫ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার

মৌলভীবাজারে বনবেগুনের সাথে গ্রাফটিং পদ্ধতিতে টমেটো চাষ করে মনিপুরী অধ্যুষিত এলাকায় ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে শত শত পরিবার। মনিপুরি সম্প্রদায়ের এই সাফল্যে এবার পুরো জেলায় বিস্তৃতি লাভ করছে। টমেটো এখন এই অঞ্চলে হয়ে ওঠেছে ১২ মাসী ফসল।

কয়েক বছর আগে ১২ মাসি টমেটো চাষ শুরু হয় মৌলভীবাজারের কমলগঞ্জের মুনিপুরি অধ্যুষিত এলাকায়। কৃষি বিভাগের প্রাক্তন উপ-সহকারী কর্মকর্তা সুরেন্দ্র কুমার সিংহা গ্রীষ্মকালে বনবেগুনের সাথে বারি-৪ জাতের টমেটোর চারা গ্রাফটিং করে পরীক্ষামুলক চাষ শুরু করেন। পরে সফলতা পায় এ চাষ পদ্ধতি।

এখন এ এলাকায় ধানের পর ২য় কৃষিজ ফসলে রূপ নিয়েছে এই টমেটো। তারা জানালেন প্রতিক’ল আবহাওয়ায়ও এটি ফল দেয়। রোগবালাইও কম।

আর কৃষি বিভাগের এই কর্মকর্তা জানালেন অনান্য জাতের তুলনায় এই টমেটো বেশি সময় ধরে ফল দেয় এবং দেরিতে পঁচে।

খরা সহিষ্ণু এই জাতটি সারাদেশে ছড়িয়ে দিলে সারাবছরই টমেটোর সরবরাহ থাকবে, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা।