ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

শুটিং-ডাবিং শেষ না করেই মুক্তি পাচ্ছে ‘লিডার’

যা বললেন ওমর সানি-মৌসুমী

প্রকাশিত : ০৩:১০ পিএম, ১৫ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৩:১২ পিএম, ১৫ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার

বাংলা সিনেমার প্রিয়দর্শিনীখ্যাত অভিনেত্রী চিত্রনায়িকা মৌসুমী। মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘লিডার’। দিলশাদুল হক শিমুলের পরিচালিত এ সিনেমাতে মৌসুমী ছাড়াও অভিনয় করেছেন- ওমর সানি ও ফেরদৌস। কিন্তু সিনেমার কিছু অংশের শুটিং ও ডাবিং না করেই এটি মুক্তি দেয়া হচ্ছে বলে গণমাধ্যমকে অভিযোগ করেছেন এই তিন তারকা। এমনকি এই সিনেমা পুরোপুরিভাবে শেষ না করে যেনো মুক্তি না দেয়া হয়, সে জন্য প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, সেন্সর বোর্ডের কাছেও অভিযোগ করেছেন তারকারা। তবুও কীভাবে সিনেমাটি মুক্তি পাচ্ছে তা বোধগম্য নয় বলে জানিয়েছেন তারা।
এ বিষয়ে ওমর সানী বলেন, ‘লিডার’ সিনেমাটির গল্প শুরুতেই আমার কাছে ভালোলেগেছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই ভালোলাগা থাকেনি। একজন পরিচালক একটি সিনেমাকে কীভাবে ধ্বংস করতে পারে আমি শিমুলের সঙ্গে কাজ করতে গিয়ে তার বাস্তব প্রমাণ দেখলাম। এই সিনেমায় আমি আর মৌসুমী ডাবিং করিনি। সিনেমার ৬০ ভাগ শুটিং বাকি। এই প্রতারণা কীভাবে শিমুল করেছে তা আমার বোধগম্য নয়। কেন করেছে আমার তা জানা নেই। শিমুল চাইলেই সিনেমাটি শেষ করে তারপর মুক্তি দিতে পারতেন।
তিনি আরও বলেন, ‘একবছর আগেই আমি পরিচালক সমিতির কাছে অভিযোগ করেছিলাম। সেখানে সিদ্ধান্ত নেয়া হয় যে শুটিং শেষ করবেন, ডাবিং শেষ করবেন এবং পারিশ্রমিকও দেয়া হবে। কিন্তু কিছুই না করে একটি অসমাপ্ত সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। এই যে দর্শকের সঙ্গে প্রতারণা করা হচ্ছে এটা মেনে নেয়া যায় না। আমি একজন সচেতন চলচ্চিত্রকর্মী হিসেবে ‘লিডার’ সিনেমাকে বর্জন করছি।’


অপরদিকে মৌসুমী বলেন, ‘একজন শিল্পী হিসেবে সবসময়ই আমি প্রযোজক পরিচালকদের সহযোগিতা করে এসেছি। কিন্তু শিমুল আমার সঙ্গে যে প্রতারণা করেছেন তা একেবারেই ঠিক হয়নি। একজন মৌসুমী একদিনে তৈরি হয় না। সেই মৌসুমী ভক্তদের সঙ্গে প্রতারণা করা কোনোভাবেই শিমুলের উচিত হবে না। আমার বিশ্বাস শিমুল তার ভুল শুধরে নিয়ে আবার কাজ করবেন এবং যথাযথভাবে সিনেমাটি শেষ করবেন।’


এসএ/