সিম্ফনি মেগা ধামাকা অফারে বাইক জিতলেন ফরিদুল
প্রকাশিত : ০৬:২৯ পিএম, ১৫ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার
“সিম্ফনি মেগা ধামাকা অফার” এ মোটর বাইক জিতেছেন ফরিদুল ইসলাম। সিম্ফোনি আই৭৫ মডেলের স্মার্টফোন কিনে বাইক জিতে নেন সাভার নিবাসী ফরিদুল।
গত ১৬ অক্টোবর “হ্যান্ডসেট কিনুন, নিশ্চিত জিতুন!” স্লোগানে শুরু হয় এই প্রচারণা। প্রচারণায় এরই মধ্যে দেশের বিভিন্ন জায়গা থেকে প্রায় ৩০ জন এর মতো গ্রাহক জিতে নিয়েছেন বিমান টিকেট এবং মোটর বাইক।
সম্প্রতি ফরিদুলের কাছে মোটর বাইকের চাবি হস্তান্তর করে এডিসন গ্রুপের মালিকানাধীন ব্র্যান্ড সিম্ফোনি। বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন সিম্ফনির প্রধান মানব সম্পদ কর্মকর্তা আহমেদ পাশা। এসময় গ্রুপের অন্যান্য উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আগামি ৩০ নভেম্বর পর্যন্ত এই প্রচারণা চলবে।
//এস এইচ এস//