ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

আয়কর মেলা: তৃতীয় দিনে আয়কর সংগ্রহ ২৪৪ কোটি টাকা

প্রকাশিত : ০৬:৫৭ পিএম, ১৫ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার

সপ্তাহব্যাপী আয়কর মেলা ২০১৮ এর তৃতীয় দিনে সারাদেশে করদাতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে। আজ বৃহস্পতিবার দেশের ৮টি বিভাগ, ৫১টি জেলা এবং ১৮ টি উপজেলাসহ মোট ৭৭টি স্পটে আয়কর মেলা অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় দিন আয়কর সংগ্রহ হয়েছে ২৪৪ কোটি ৮২ লক্ষ ২৬৯ হাজার ৮৩৩ টাকা। সারাদেশে করদাতারা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কর প্রদান ও সেবা গ্রহণ করেছেন। বিশেষ করে তরুণ করদাতা, নারী করদাতা, ই-ফাইলিং এবং ই-পেমেন্ট বুথে সম্মানিত করদাতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

তৃতীয় দিন আয়কর সংগ্রহ হয়েছে ২৪৪ কোটি ৮২ লক্ষ ২৬৯ হাজার ৮৩৩ টাকা। মেলার পরিধি গত বছরের মেলার চেয়ে কয়েকগুণ বৃদ্ধি করা হয়েছে। প্রতিদিন মেলা সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। মেলায় আয়কর রিটার্ন দাখিল, ই-টিআইন গ্রহণ (নতুন ও পুরাতন), ই-পেমেন্ট, ই-ফাইলিং, ই-পেমেন্টের ব্যবস্থা রয়েছে। মেলায় আসা মুক্তিযোদ্ধা, নারী, প্রতিবন্ধী ও প্রবীণ করদাতাদের জন্য রয়েছে আলাদা বুথ। মেলায় করদাতাদের যাতায়াতের সুবিধার জন্য রাজধানীর টিএসসি, রামপুরা, বেইলি রোড, মতিঝিল, মিরপুর ও উত্তরা থেকে ১৫টি শাটল বাস নিয়োজিত রয়েছে।

আয়কর মেলার তৃতীয়দিন মেলায় বাড়তি আকর্ষণ যোগ করে শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত অনুষ্ঠান কর শিক্ষণ ফোরাম। ভবিষ্যত আয়কর দাতা সৃষ্টি ও শিক্ষার্থীদের মধ্যে কর সচেতনতা তৈরির জন্য এটি এনবিআরের উদ্বোধনী পদক্ষেপ। কর শিক্ষণ ফোরামের আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মেলা পরিদর্শন ও কর বিষয়ে ধারণা লাভ করবেন। কর বিষয়ে ধারণা লাভের পর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার মেলার তৃতীয়তম দিন ঐতিহ্যবাহী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ৩৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এরপর তাদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ১০ জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। কুইজে বিজয়ী প্রথম ৩ জন শিক্ষার্থীকে পুরস্কার হিসাবে প্রাইজবন্ড, সনদপত্র ও বই প্রদান করা হয়। এছাড়া বিজয়ী ১০ জন শিক্ষার্থীকে সনদপত্র ও বই প্রদান করা হয়। পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে সনদপত্র প্রদান করা হয়। শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন সিনিয়র সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড মো. মোশাররফ হোসেন ভূইয়া, এনডিসি।

অনুষ্ঠানে কমপ্ট্রোলার এন্ড অডিটর জেনারেল বাংলাদেশ মোহাম্মদ মুসলিম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জিয়া উদ্দিন মাহমুদসহ কর বিভাগের অনান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের রাষ্ট্রের সুনাগরিক ও ভবিষ্যৎ করদাতা উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন, কর প্রদান করা আমাদের নৈতিক দায়িত্ব। এর মাধমে সামাজিক ন্যায় বিচার ও সমতা প্রতিষ্ঠিত হয়। দেশের উন্নয়নের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা সচল রাখতে পর্যাপ্ত পরিমাণ রাজস্ব প্রয়োজন। এজন্য আমাদেরকে বেশি বেশি কর প্রদান করতে হবে। কর প্রদান করাটা একটা বড় গর্বের বিষয়, বড় আনন্দের বিষয়। এনবিআরের আয়কর মেলা যার উৎকৃষ্ট উদাহরণ। এ সময় তিনি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে সুনাম ও কৃতিত্বের সঙ্গে বের হয়ে দেশের উন্নয়নে আন্তরিকতভাবে কাজ করার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানান। অনুষ্ঠান শেষে কমপ্ট্রোর এন্ড অডিটর জেনারেল, বাংলাদেশকে সঙ্গে নিয়ে মেলা প্রাঙ্গণ, মেলার বিভিন্ন বুথ/স্টল ঘুরে দেখেন এবং বিভিন্ন পর্যায়ের সম্মানিত করদাতাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এনবিআর চেয়ারম্যান ।

উল্লেখ্য, ২০১০ সাল থেকে শুরু হওয়া আয়কর মেলার পরিধি এবং মেলার মাধ্যমে আয়কর বিভাগের সেবার পরিসর উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ২০১৮ সালে দেশব্যাপী সর্বাধিকসংখ্যক ভেন্যুতে আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে। ১৩-১৯ নভেম্বর রাজধানী ঢাকাসহ সব বিভাগীয় শহরে ৭ দিন, ৫৬টি জেলা শহরে ৪ দিন, ৩২টি উপজেলায় ২ দিন এবং ৭০টি উপজেলায় ১ দিনব্যাপী আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে।

এসএইচ/