প্রতিবন্ধীদের কর্মসংস্থানে একসঙ্গে কাজ করবে বেক্সিমকো-জিআইজেড
প্রকাশিত : ০৭:৫১ পিএম, ১৫ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার
জার্মান রাষ্ট্রদূত ও তার প্রতিনিধিদল ৩৫০ একর জমির ওপর গড়ে উঠা বন্যপ্রাণীর অভয়ারণ্যসহ বেক্সিমকোর সবুজ, সুন্দর এবং স্টেট অব আর্ট কারখানাগুলো দেখে অভিভূত হন। ৪০ হাজার কর্মী এখানে কাজ করছে। বেক্সিমকোর কর্মীদলে প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তকরণের বড় সাফল্যে জার্মান প্রতিনিধি দল আরও বেশী আনন্দিত হন।
প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরি দিতে এবং তাদের জন্য মূলধারায় সমানভাবে কর্মসংস্থানে বেক্সিমকো অত্যন্ত আগ্রহী। বেক্সিমকো’র সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে জিআইজেড সমন্বিত কারিগরি সহায়তা এবং প্রশিক্ষণ দেয়। প্রতিবন্ধীবান্ধব কর্মস্থল সাজাতে সহযোগিতা করে। একইসঙ্গে প্রতিবন্ধীদের প্রয়োজনীয় দক্ষতার উন্নয়ন এবং মনোবল প্রদান করেন।
এখন পর্যন্ত বেক্সিমকোর কারখানায় ৫০০’র বেশি শারিরিক প্রতিবন্ধীর কর্মসংস্থান করেছে। তারা অন্য কর্মীদের মতই সমান মর্যাদা ও মান রক্ষা করে কাজ করছে। সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডে অন্তর্ভূক্তিমূলক দক্ষতা উন্নয়নের স্বীকৃতি (স্টার ফ্যাক্টরি) হিসেবে বেক্সিমকোর অ্যাপারেল কারখানাগুলো প্ল্যাটিনাম উইনার মনোনীত হয়েছে।
এসএইচ/