ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

ঘুর্ণিঝড় ‘গাজা’য় লণ্ডভণ্ড তামিলনাড়ু

প্রকাশিত : ১১:১৬ এএম, ১৬ নভেম্বর ২০১৮ শুক্রবার

ভারতের তামিলনাড়ুর ৬ জেলায় তোলপাড় শুরু করেছে ঘুর্ণিঝড় গাজা। বৃহস্পতিবার রাত সাড়ে বারোটা থেকে আড়াইটের মধ্যে গাজা এসে পড়ে নাগাপট্টিনম ও বেদানিয়ামে। ঝড়ের গতি ঘণ্টায় ১০০-১১০ কিলোমিটার। শুরু হয়েছে প্রবল বৃষ্টি।
রাজ্য বিপর্যয় মোকাবিলা তামিলনাড়ুর ৩০০ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন ৭৬ হাজারের বেশি মানুষ। নাগাপট্টিনম, থিরুভারুর, রামানাথাপুরম, পুডুকোটিতে বহু মানুষ ঘরছাড়া। ঝড়ের ফলে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে নাগাপট্টিনমে। কাড্ডালোর, পুডুকোটি থিরুভারুর সহ সাত জেলায় বিদ্যুত সরবারহ বিপর্যস্থ।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, উপকূলবর্তি তামিলনাড়ু পার করে ক্রমশ দুর্বল হয়ে যাবে গাজা।
সূত্র : জি নিউজ
এসএ/