ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

নাটোরে দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার আড়তে নীরবতা

প্রকাশিত : ১০:৫৮ এএম, ১১ সেপ্টেম্বর ২০১৬ রবিবার | আপডেট: ১০:৫৮ এএম, ১১ সেপ্টেম্বর ২০১৬ রবিবার

কোরবানী ঈদের মাত্র দু’দিন বাকী থাকলেও নাটোরে দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার আড়তে শুনশান নীরবতা। পুঁজি সংকট ও লবণের মূল্য বৃদ্ধিসহ নানা কারণে ব্যবসায়ীরা চরম হতাশ। এতে ক্ষুদ্র ও মওসুমী ব্যবসায়ীরাও সিদ্ধান্তহীনতায়। ব্যবসায়ীরা জানান, সহজশর্তে ব্যাংক ঋণ না পেলে এবার নাটোরে চামড়া ব্যবসায় চরম ধস নামবে। দুয়ারে কড়া নাড়ছে কোরবানীর ঈদ। ধোয়া-মোছা ও পরিস্কার-পরিচ্ছন্ন করে প্রস্তুত করা হচ্ছে  চকবৈদ্যনাথ এলাকার দুই শতাধিক চামড়ার আড়ত। কিন্তু স্বস্তিতে নেই ব্যবসায়ীরা। চামড়া পাকা করার সবচে’ গুরুত্বপূর্ণ উপাদান লবণের দাম বেড়েছে প্রায় তিন গুণ। আর ঢাকায় কারখানা স্থানান্তর নিয়ে জটিলতার কারণে আড়তদারদের বকেয়া পরিশোধ করছেন না ট্যানারি মালিকরা। ফলে ক্ষুদ্র ব্যবসায়ীদের দেনাও শোধ করতে পারছেন না আড়তদাররা। এদিকে দিনের পর দিন ঘুরাঘুরি করেও বকেয়া টাকা না পাওয়ায় ঈদে চামড়ার ব্যবসা নিয়ে সিদ্ধান্তহীনতায় স্থানীয় ক্ষুদ্র ও মওসুমী ব্যবসায়ীরা। পুঁজি সংকট কাটাতে সহজ শর্তে ব্যাংক ঋণ দেয়ার দাবি জানিয়েছেন চামড়া ব্যবসায়ীরা। চামড়া শিল্প রক্ষায় আরো কার্যকর উদ্যোগ গ্রহণের দাবিও তাদের।