ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

রাজধানীর আজিমপুরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে এক জঙ্গি নিহত

প্রকাশিত : ১২:২২ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৬ রবিবার | আপডেট: ১২:২২ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৬ রবিবার

রাজধানীর আজিমপুরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে এক জঙ্গি নিহত হয়েছে । আহত অবস্থায় গ্রেফতার হয়েছে ৩ নারী জঙ্গি। পুলিশ জানিয়েছে, নিহত জঙ্গির নাম আব্দুল করিম, গুলশান হামলাকারীদের বাসা ভাড়া করে দিয়েছিলো সে। আর আহত তিন নারীর মধ্যে একজন রুপনগরে নিহত জাহিদের স্ত্রী জেবুন্নাহার শিলা। জঙ্গি আস্তানা থেকে তিন শিশুকেও উদ্ধার করেছে পুলিশ। আজিমপুরের এই বাড়িতে শুক্রবার রাতে অভিযান চালায় কাউন্টার টেরোরিজম ইউনিট। বাড়ির ভিতর ঢোকার সময় বাধার মুখে পড়ে পুলিশ। জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে মরিচের গুড়াও নিক্ষেপ করে। অভিযানের এক পর্যায়ে এক জঙ্গী আত্মহত্যা করে বলে দাবি করেছে পুলিশ। এছাড়া এক নারী জঙ্গি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। গুলিতে আহত হয় সে। বাকি দুই নারী আত্মহত্যার চেষ্টা করে। আর ওই তিন নারীর মধ্যে একজন রূপনগরের অভিযানে নিহত জঙ্গি জাহিদের স্ত্রী জেবুন্নাহার শিলা। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন আইজিপি শহিদুল হক। তিনি জানান, নিহত জঙ্গি করিম গুলশান হামলার জঙ্গে জড়িত। এদিকে স্থানীয়রা জানান,আজিমপুরের ওই বাসাটি চলতি মাসেই ভাড়া নেয় তারা। তিন নারী জঙ্গী সদস্যকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে । জিঞ্জাসাবাদের জন্য পুলিশ বাড়ীর দারোয়ানকে আটক করেছে। ঘটনাস্থল থেকে তিন শিশুকে উদ্ধার করে পাঠানো হয়েছে ভিকটিম সাপোর্ট সেন্টারে। অভিযান শেষে রাত সাড়ে ১২ টার দিকে জঙ্গী করিমের মৃতদেহ পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।