ঈদে নিরাপত্তা নিশ্চিতে কঠোর ব্যবস্থা নিয়েছে আইনশৃংখলা বাহিনী
প্রকাশিত : ০২:১৪ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৬ রবিবার | আপডেট: ০২:১৪ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৬ রবিবার
জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান ঈদ জামাত হবে সকাল ৮টায়। আবহাওয়া প্রতিকূল থাকলে জামাত সকাল সাড়ে ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে হবে। ঈদগাহ ময়দানের সার্বিক প্রস্তুতি পরিদর্শনে এসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন জানান, নিরাপত্তা নিশ্চিতে কঠোর ব্যবস্থা নিয়েছে আইনশৃংখলা বাহিনী।
ঈদুল আযহার জামাতের জন্য শেষ মুহূর্তের প্রস্ততির ব্যস্ততা জাতীয় ঈদগাহ ময়দানজুড়ে।
গেলো দুই সপ্তাহ ধরে দিন-রাত কাজ করে চলেছেন প্রায় দুই শতাধিক শ্রমিক। শামিয়ানাতলে লাগানো হয়েছে কয়েকশ বৈদ্যুতিক পাখা।
নিরাপত্তা নিশ্চিতে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর কাজ শেষ। রয়েছে পুলিশ-র্যাবের দুটি আলাদা নিয়ন্ত্রণকক্ষ।
প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা দেখতে ঈদগাহ মাঠ পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র।
প্রায় ৮৪ হাজার মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করতে পারবেন এখানে। রয়েছে নারী মুসল্লীদেরও নামাজ আদায়ের ব্যবস্থা।