ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

মার্কিন বিমান হামলায় সিরিয়ায় ৪০ ব্যক্তি নিহত

প্রকাশিত : ১০:৩১ এএম, ১৮ নভেম্বর ২০১৮ রবিবার

সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয জোর প্রদেশে আবাসিক এলাকায় মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় কয়েক ডজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকটি সূত্র সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানাকে জানিয়েছে, মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর জঙ্গিবিমান শনিবার দেইর আয জোরের হাজিন শহরের উপকণ্ঠে অবস্থিত আল বুকান গ্রামে বোমা বর্ষণ করে। এই বোমা বর্ষণের ঘটনায় অন্তত ৪০ ব্যক্তি নিহত হয়।

এর দু্দিন আগে একই প্রদেশে আলবু বাদরান গ্রামে কয়েকটি আবাসিক ভবনে মার্কিন জোটের বিমান হামলায় একই পরিবারের ১৭ জন সদস্য নিহত হওয়ার পর এসব বেসামরিক ব্যক্তির নিহতের খবর এলো।

নিহত এসব বেসামরিক ব্যক্তিরা দেইর আয জোরের  আবু কামাল এলাকার আল বাঘুজ শহরের কাছ থেকে বাস্তুহারা হয়েছিলেন বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে।

বাঘুজ শহরে বর্তমানে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এবং কুর্দি ডেমোক্রেটিক ইউনিয়ন পার্টির অস্ত্রধারীদের মধ্যে তুমূল সংঘর্ষ চলছে।

তথ্যসূত্র : পার্সটুডে

এমএইচ/