টি-টোয়েন্টি বিশ্বকাপ
অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ চারে ভারতের মেয়েরা
প্রকাশিত : ১০:৫২ এএম, ১৮ নভেম্বর ২০১৮ রবিবার
টি-২০ বিশ্বকাপে গ্রুপ শীর্ষে থেকেই শেষ চারে উঠে গেলেন ভারতের মেয়েরা। শনিবার শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে গ্রুপ বি-তে এক নম্বরে শেষ করল হরমনপ্রীতরা৷ এবার সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজ বা ইংল্যান্ডের বিরুদ্ধে নামতে হবে তাদের।
এ দিন প্রথমে ব্যাট করে ২০ ওভারে ভারত করে আট উইকেটে ১৬৭। সর্বোচ্চ রান ওপেনার মন্ধানার। তিনি করেন ৫৫ বলে ৮৩ রান। মারেন ন’টি চার, তিনটি ছয়। হরমনপ্রীত করেন ২৭ বলে ৪৩।
এই রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ১১৯ রানে থেমে যায়। ৪৮ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে গ্রুপের চারটে ম্যাচই জিতে নিল ভারত। এ দিন তিনটি উইকেট নিয়েছেন অনুজা পাটিল। দুটি করে উইকেট নিয়েছেন দীপ্তি শর্মা, পুনম যাদব, রাধা যাদব।
ভারতীয় মেয়েদের এই বিশ্বকাপ অভিযানে সামিল হয়েছেন বিরাট কোহলিরার মতো তারকারা। ভারত অধিনায়ক বলেছিলেন, ‘আমাদের সবাইকে ভারতীয় দলের পাশে থাকতে হবে। বিশ্বকাপ দেশে নিয়ে আসতে হবে। ঋষভ পন্থ, সাইনা নেহওয়াল, সুনীল ছেত্রী এবং বাকিদেরও আহ্বান করছি, নিজেদের জার্সি পরে মেয়েদের ক্রিকেট দলের সমর্থনে পোজ দাও।’ যা দেখে আপ্লুত দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। তিনি টুইটারে বলেছেন, ‘যেভাবে সোশ্যাল মিডিয়ায় আমাদের সমর্থনে সবাই এগিয়ে আসছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আমরা মাঠে নেমে নিজেদের সেরাটাই দেব।’
সূত্র: আনন্দবাজার
একে//