ফরিদপুরে লেপ-তোষকের কারিগরদের ব্যস্ততা (ভিডিও)
প্রকাশিত : ১১:৫০ এএম, ১৮ নভেম্বর ২০১৮ রবিবার | আপডেট: ০৫:৫৬ পিএম, ১৮ নভেম্বর ২০১৮ রবিবার
শীত সামনে রেখে ব্যস্ত হয়ে পড়েছেন ফরিদপুরের লেপ-তোষকের কারিগররা। বাজারে এখনও কম্বলের তুলনায় লেপের চাহিদা বেশি। তাই মওসুমের শুরুতেই দোকানে বাড়ছে ভিড়।
মধ্য হেমন্তে ঘাসের উপর জমে থাকা শিশির, আর গাছের তলায় ছড়ানো শিউলি ফুল জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা।
এজন্য কাজ বেড়েছে ফরিদপুরের লেপ-তোষকের কারিগরদের। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ব্যস্ত তারা। বছরের অন্য সময়ের তুলনায় শীতের শুরুতেই বেচা-বিক্রি ভালো হয়। তাই চাহিদার কথা মাথায় রেখে, আগে থেকে অনেকে রাখছেন মজুদ করে।
বাজারে দেশি-বিদেশি কম্বলের যথেষ্ট যোগান থাকলেও, এখনো লেপ-তোষকেই মানুষের ভরসা।
মাঝারি আকারের একটি লেপের দাম ৭০০ থেকে এক হাজার টাকা। যা অন্য বছরের তুলনায় বেশি বলে মনে করেন ক্রেতারা।
প্রতিদিন একজন কারিগর ৮ থেকে ১০টি লেপ তৈরি করেন। প্রতিটির জন্য মজুরি মিলে দেড় শ থেকে আড়াই শ টাকা।