ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১

বিব্রত মেহজাবীন

প্রকাশিত : ০৫:০৮ পিএম, ১৮ নভেম্বর ২০১৮ রবিবার | আপডেট: ০৩:৪১ পিএম, ১৯ নভেম্বর ২০১৮ সোমবার

মেহজাবীন। ছবি: সংগৃহীত

মেহজাবীন। ছবি: সংগৃহীত

সময়ের সারাজাগানো অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তার একের এক নাটক হিট। মেহজাবীনের নাটক মানেই বৈচিত্র, মেহজাবীনের নাটক মানেই ভিন্ন কিছু।

দর্শকনন্দিনী এই নায়িকা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি বিষয়ে বিব্রত হয়েছেন। ভক্তদেরকে ফেসবুক নিয়ে সতর্ক থাকার আহবান তাঁর।

 ফেসবুকে সার্চ দিলে মেহজাবীনের নামে অসংখ্য ভূয়া আইডি ও পেজ  চলে আসে।  এর মধ্যে মাত্র একটিই মেহজাবীনের নিজের। বাকীগুলো ভুয়া।  এ বিষয়ে ভক্তদের সতর্ক ও সাবধান থাকার আহবান জানালেন এ অভিনেত্রী।

মেহজাবীনের নামে বিভিন্ন ভুয়া আইডি থেকে টাকা ও আর্থিক সাহায্য চাওয়া হচ্ছে। এসব প্রতারক থেকে সাবধান থাকতে বললেন এই সুদর্শনী।  

মেহজাবীন বলেন,‘ সবাইকে বলছি আমার একটি নিজস্ব ফেসবুক আইডি আছে যেটি ফেসবুক কর্তৃপক্ষ থেকে ভেরিফায়েড। ওই আইডির ফলোয়ার্স পাঁচ লাখ পঞ্চাশ হাজারের বেশি। এছাড়া একটি ফ্যান পেজ রয়েছে সেখানে তিন লাখ পঁচাশি হাজারের মতো। শুধুমাত্র এই দুটো আমি নিয়ন্ত্রণ করি। এছাড়া ফেসবুকে বাকি যত আইডি রয়েছে সবগুলোই ভূয়া। ওইসব ভূয়া আইডি ও পেজের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। আশা করবো আমার ভক্তরা যেন বিভ্রান্ত না হন।’