পুরোদমে বেচাকেনা চলছে রাজধানীর পশুর হাটগুলোতে
প্রকাশিত : ০৪:৫৩ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৬ সোমবার | আপডেট: ০৪:৫৩ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৬ সোমবার
পুরোদমে বেচাকেনা চলছে রাজধানীর পশুর হাটগুলোতে। বিভিন্ন হাট ঘুরে কোরবানীর জন্য পছন্দের পশু কিনেছেন ক্রেতারা। বিক্রেতারা বলছেন, এবার পশুর দাম কম। অনেক ক্ষেত্রেই লোকসানে বিক্রি করতে হচ্ছে তাদের।
পথে পথে এমন প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে কোরবানীর পশুর ক্রেতাদের।
শেষ সময়ে পশুর দাম কমেছে। গত কয়েকদিন রাজধানীর বিভিন্ন হাট ঘুরে যারা কোরবানীর পশু কিনতে পারেননি, শেষ দিনে খুশি মনেই ফিরছেন বাড়িতে।
তবে, বিক্রেতারা বলছেন, লাভের আশায় গত কয়েকদিনে যারা পশু বিক্রি করেননি, তাদের এখন লোকসানের মুখে পড়তে হচ্ছে।
গাবতলী পশুর হাটে ছাগল, উট বা দুম্বার চাহিদাও কম নয় বলে জানালেন বিক্রেতারা।
এদিনও গরু বোঝাই ট্রাক ঢুকতে দেখা গেছে হাটগুলোতে।