ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

সৌদির পরিচালনায় রয়েছে বেদুঈন মাফিয়া চক্র

প্রকাশিত : ০৭:৫৪ পিএম, ১৮ নভেম্বর ২০১৮ রবিবার

সভ্যতা-বঞ্চিত বেদুঈন মাফিয়া চক্র সৌদি আরব পরিচালনা করছে বলে মন্তব্য করেছে ইরান। রোববার জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে নিযুক্ত ইরানের প্রতিনিধি মোহাম্মাদ হাসানি-নেজাত এ কথা বলেন।

তিনি ওই কমিটিতে নিযুক্ত সৌদি প্রতিনিধি আব্দুল্লাহ আল-মুয়াল্লেমির ইরান-বিদ্বেষী বক্তব্যের জবাবে এ মন্তব্য করেন।
হাসানি-নেজাত বলেন, সৌদির ওই গোষ্ঠী তাদের হিংস্রতা চরিতার্থ করার জন্য তরবারির পরিবর্তে করাত ব্যবহার করছে।

গত বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে ইরানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে মুয়াল্লেমি ইরানকে তীব্র আক্রমণ করে বক্তব্য দেন।

ওই বক্তব্যের জবাবে ইরানের প্রতিনিধি হাসানি-নেজাদ বার্তা সংস্থা ইরনাকে বলেন, মানবাধিকারকে পায়ের তলায় পিষে মারা সৌদি আরবের ন্যুনতম ভদ্রতাবোধ থাকলে সে ইরানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলত না। কিন্তু যে সৌদি সরকার সাম্প্রতিক সময়ে তার প্রিয় বস্তুটিকে তরবারি থেকে করাতে রূপান্তর করে নিয়েছে তার কাছ থেকে ভদ্রতা আশা করা অযৌক্তিক।

উল্লেখ্য, সৌদি সরকার সম্প্রতি স্বীকার করেছে, রাজতন্ত্র বিরোধী সাংবাদিক জামাল খাশোগিকে তুরস্কের ইস্তাম্বুলস্থ সৌদি কনস্যুলেটে হত্যা করার পর করাত দিয়ে কেটে তার দেহ টুকরা টুকরা করা হয়েছে।