ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

প্রকাশিত : ০৫:৫০ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৬ সোমবার | আপডেট: ০৫:৫০ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৬ সোমবার

ত্যাগের মহিমায় বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সৌদি আরবসহ সব দেশেই ঈদ জামাতে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। এছাড়া, আল্লাহ’র সন্তুষ্টির আশায় দেয়া হয়েছে পশু কোরবানি। তবে, যুদ্ধবিধ্বস্ত সিরিয়া, ইয়েমেনে ঈদ আনন্দে পড়েছে বিষাদের ছায়া। ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে দেশে দেশে। ত্যাগের মহিমায় অনুপ্রাণিত বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম সম্প্রদায়। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ভোর হতেই ঈদের জামাতে শরিক হয় বিভিন্ন বয়সী মানুষ। মোনাজাতে কামনা করা হয় মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি। নামাজের পর আল্লাহর সন্তুষ্টির আশায় দেয়া হয় পশু কোরবানি। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায়ও উৎসব-আনন্দে উদযাপিত হচ্ছে ঈদ। আর ইন্দোনেশিয়ার জাকার্তায় আল আজহার মসজিদে ঈদের নামাজে সামিল হয় হাজারো মানুষ। গেল বছরের মতো এবারও স্বজন হারানোর বেদনা সঙ্গী করেই ঈদ উদযাপন করেছে সিরিয়া, ইয়েমেনসহ যুদ্ধবিধস্ত দেশের মানুষ।