শোলাকিয়া মাঠের পাশে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা
প্রকাশিত : ০৬:৫৮ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৬ সোমবার | আপডেট: ০৬:৫৮ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৬ সোমবার
প্রতিবছরের মতো এবারও দেশের সর্ববৃহৎ ঈদ জামাত হবে কিশোরগঞ্জের শোলাকিয়ায়। এরই মধ্যে শেষ হয়েছে সকল প্রস্তুতি। গত ঈদুল ফিতরে শোলাকিয়া মাঠের পাশে জঙ্গি হামলার কারণে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। র্যাব-পুলিশের পাশাপাশি থাকবে বিজিবি।
কিশোরগঞ্জের শোলাকিয়ায় সকাল ৯টায় শুরু হবে ১শ’ ৮৯ তম ঈদ জামাত। ঈদুল ফিতরে মাঠের পাশে জঙ্গি হামলার কারণে এবার র্যাব, পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন থাকবে। তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
ঈদগাঁ’র ওজুখানায় পানি সরবরাহ, মাইকের বৈদ্যুতিক লাইন সংযোগসহ বিভিন্ন কাজ এরিমধ্যে শেষ হয়েছে।
এবার জামাতে ইমামতি করবেন মাওলানা ফরিদউদ্দিন মাসউদ। তবে, গত ঈদে জঙ্গি হামলার কারণে এবার কিছুটা শঙ্কিত এলাকার বাসিন্দারা।
মুসল্লিদের সুবিধার্থে ভৈরব ও ময়মনসিংহ থেকে শোলাকিয়া এক্সপ্রেস নামে দু’টি ট্রেন যাতায়াত করবে।