ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

কক্সবাজার ও রাঙ্গামাটির পর্যটন স্থানগুলো মানুষের ঢল

প্রকাশিত : ১১:৪৪ এএম, ১৩ সেপ্টেম্বর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ১১:৪৪ এএম, ১৩ সেপ্টেম্বর ২০১৬ মঙ্গলবার

ঈদের ছুটিতে কক্সবাজার ও রাঙ্গামাটির পর্যটন স্থানগুলো মানুষের ঢল। প্রকৃতির মাঝে এসে মুগ্ধ তারা। ভ্রমনপিপাসুরা ঘুরে বেড়াচ্ছেন সৈকতে, পাহাড়ে, লেকে। দেখছেন প্রকৃতির অপার সৌন্দর্য, ঐতিহ্য। মোটেল-হোটেলগুলোতে ঠাঁই নেই। পর্যটকদের নিরাপত্তায় নেয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। ঈদের ছুটিতে বিশ্বের দীর্ঘতম সৈকত আর পাহাড়ারের প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে লাখো পর্যটক এখন কক্সবাজারে। সমুদ্র সৈকত ছাড়াও পর্যটকদের ভীড় বঙ্গবন্ধু সাফারী পার্ক, ইনানী বীচ, রামু বৌদ্ধ মন্দির, মহেশখালীর আদিনাথ মন্দির ও সেন্টমাটিন দ্বীপে। পর্যটকদের নিরাপত্তায় নেয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। কক্সবাজার জোন শহুরে যান্ত্রিক জীবনের ক্লান্তি কাটাতে পাহাড়-লেক ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভুমি রাঙামাটিতেও পর্যটকদের  ভীড় । পর্যটন মোটেলসহ অধিকাংশ হোটেলের রুম আগাম ভাড়া হয়ে গেছে জানালেন সংশ্লিষ্টরা। রাঙামাটির ঝুলন্ত ব্রীজ, শুভলং ঝর্ণা, কাপ্তাই লেক, রাজবন বিহার, চাকমা রাজর বাড়ি টুকটুক ইকোভিলেজসহ আদিবাসীদের শান্ত সবুজ গ্রাম, জীবনযাপন- মুগ্ধ হয়ে উপভোগ করছে পর্যটকরা।