আইয়ুব বাচ্চুকে নিয়ে গান ‘সবার প্রিয় এবি’
প্রকাশিত : ০৭:৩৭ পিএম, ২০ নভেম্বর ২০১৮ মঙ্গলবার
সংগীত জগতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু হঠাৎ করেই চলে গেলেন না ফেরার দেশে। তার শুন্যতায় ভক্ত হৃদয়ে এখনো হাহাকার চলছে। তাই এই তারকা শিল্পীকে শ্রদ্ধা জানিয়ে নতুন একটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
‘তুমি আছো, তুমি থাকবে, থাকবে এলআরবি, সেই রুপালী গিটার ফেলে, অসময়ে কাদায় ছবি’- এমন কথামালায় গানটি লিখেছেন আশিক বন্ধু। সজীব দাসের সুর সংগীতে গানটিতে কন্ঠ দিয়েছেন মোহাম্মদ মামুনুল ইসলাম।
এরইমধ্যে গানটির ফাইনাল মিক্স মাষ্টারিংয়ের কাজ চলছে। সিডি প্লাসের ব্যানারে গানটির অডিও ভিডিও আগামী সপ্তাহে প্রকাশ হবে।
গানটি প্রসঙ্গে গীতিকার আশিক বন্ধু বলেন, আইয়ুব বাচ্চু শুধু শিল্পী নন, একজন অভিভাবকও। আমাদের মিউজিকের পথচলায় তার কাছ থেকে উৎসাহ, অনুপ্রেরণা ও ভালবাসা পেয়েছি। খুব কাছ থেকে দেখেছি, তিনি একজন মহান শিল্পী। আজ তিনি নেই, ভাবতে পারিনা। এজন্য তার অগনিত ভক্তদের জন্য আমার ভালবাসার জায়গা থেকে গানটি লিখেছি। তিনি বলেন, মামুনুল খুব আবেগ অনুভূতি দিয়ে গানটি গেয়েছেন।
সুরকার সজীব দাস বলেন, আইয়ুব বাচ্চু সবসময় আমাদের গানে গানে থাকবেন, আমাদের শ্রদ্ধায় তিনি প্রাণের মাঝে থাকবেন। তার গান, কথা ও সুর আমরা সারাজীবন স্মরণ করে যাবো। এরই ধারাবাহিকতায় আমরা সবার প্রিয় এবি` শিরোনামের গানটি প্রকাশ করতে যাচ্ছি।
এসি