সন্দ্বীপে শিশু শ্রেণির ছাত্র জারিফ অপহরণ
প্রকাশিত : ১১:৫৮ পিএম, ২০ নভেম্বর ২০১৮ মঙ্গলবার
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাউরিয়া ইউনিয়নের নাজির হাট এলাকার আইল্যান্ড কিন্ডারগার্ডেন স্কুলের শিশু শ্রেণির ছাত্র মো. জারিফ (৬) কে একজন মহিলা অপহরণ করেছে।
জারিফ বাউরিয়া ইউনিয়নের আনোয়ার ডাক্তারের বাড়ির ন্যাশনাল ব্যাংক কর্মকর্তা মো. জ্যাকব এর ছেলে।
জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টায় স্কুল ছুটির পরে প্রতিদিনের মত স্কুল ভ্যানে করে বাড়ি যাচ্ছিল জারিফ। একজন অপরিচিত নারী স্কুল ভ্যানের ড্রাইভারকে জারিফের নানী পরিচয় দিয়ে জারিফকে ভ্যান থেকে সিএনজিতে তুলে নেয়।
নির্ধারিত সময় পার হয়ে গেলেও জারিফ বাড়ি ফিরে না আসায় জারিফের বাবা স্কুলে যোগাযোগ করলে, স্কুল থেকে জানানো হয়, জারিফকে সিএনজিতে করে তার নানী নিয়ে গেছে। এরপর থেকে নিখোঁজ জারিফকে খুঁজতে শুরু করে।
সিএনজি চালক জারিফের পরিবারকে জানায়, ওই মহিলা জারিফকে সিএনজি করে এনাম নাহার মোড় পর্যন্ত আসে। তারপর তারা গাড়ি থেকে নেমে যায়।
এরপর থেকে জারিফের কোন সন্ধান দিতে পারেনি সিএনজি চালক।
এদিকে শিশু অপহরণের বিষয়টি থানায় জানিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি নং ৬৪২) করেছে পরিবার।
ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য সিএনজি ও ভ্যান চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
সন্দ্বীপ থানায় ওসি মো. শাহাজান পিপিএম (বার) বলেন, ‘স্কুল ছাত্র শিশু জারিফের অপহরণের ঘটনা শুনার পর পর থেকে তাকে উদ্ধারের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। শিশু জারিফ অপহরণ নিয়ে সাধারণ ডায়েরি করেছে পরিবার।
শিশু জারিফের নিখোঁজ হওয়ার পর সন্দ্বীপে জনমনে আতঙ্ক বিরাজ করছে। শিশু জারিফের সন্ধানে বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়। এছাড়া শত শত তরুণরা শিশুটিকে খুঁজতে হাট বাজার, নদীর ঘাটে বেড়িয়ে পড়ে।
শিশু জারিফের সন্ধান দিতে এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করেছে তাঁর পরিবার-
মাষ্টার আবু ছায়েদ-০১৮৩৫০৬০৬৩৬
কেআই/এসি