ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

হাসপাতালে আমজাদ হোসেনের পাশে ‘তিন কন্যা’ 

প্রকাশিত : ০৯:৩৮ পিএম, ২১ নভেম্বর ২০১৮ বুধবার | আপডেট: ১২:১০ এএম, ২২ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার

কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেন ব্রেন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি আছেন। রোববার সকাল ১০টায় তাকে অচেতন অবস্থায় তেজগাঁও ইমপালস হাসপাতালে ভর্তি করা হয় এবং আইসিইউতে নেয়া হয়। কিন্তু এখনো তার অবস্থার পরিবর্তন হয়নি। তার চিকিৎসার সমস্ত দায়ভার নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।      

হাসপাতালে এই মানুষটিকে দেখতে এসেছিলেন ‘তিন কন্যা’ ববিতা, সুচন্দা ও চিত্রনায়িকা চম্পা। তারা আমজাদ হোসেনের খোঁজ খবর নেন তার দুই ছেলের কাছ থেকে। আমজাদ হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন দোদুল ও সোহেল আরমান তাদেরকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নিয়ে যান। দুই সন্তানের কাছে বাবার কুশলাদি জানতে জানতে লিফটে করে পৌঁছে যান আইসিইউর সামনে। ভেতরে ঢোকার আগে দেখা হয় আমজাদ হোসেনের স্ত্রী সুরাইয়া আখতারের সঙ্গে। ববিতাকে জড়িয়ে ধরতেই কাঁদতে লাগলেন দুজনে। তাদের দেখে তখন অনেকের চোখেই পানি চলে আসে। 

এ সময় ববিতা বলেন, ‘আমি কানাডায় ছিলাম। চার মাস পর দেশে ফিরলাম। আমি কানাডায় বিমানে ওঠার সময় এই সংবাদ শুনি। তখন থেকেই মনের ভেতর অস্থিরতা কাজ করছে। আমজাদ ভাইয়ের জন্য দোয়া করছি তখন থেকেই। সবাই তার জন্য দোয়া করবেন।’

আমজাদ হোসেন নির্মিত বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন ববিতা। এই নির্মাতার সঙ্গে তার প্রথম ছবি ‘নয়নমণি’। মুক্তি পায় ১৯৭৬ সালে। এতে নাম ভূমিকায় অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ববিতা অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আমজাদ হোসেনের পরিচালনায় ববিতার ক্যারিয়ারের আরও দুটি উল্লেখযোগ্য ছবি হলো ‘গোলাপী এখন ট্রেনে’ (১৯৭৮) এবং ‘গোলাপী এখন ঢাকায়’ (১৯৭৮)।

আমজাদ হোসেন ১৯৭৮ সালে ‘গোলাপী এখন ট্রেনে’ এবং ১৯৮৪ সালে ‘ভাত দে’ চলচ্চিত্র নির্মাণের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া নানামাত্রিক কাজের জন্য ১৪ বার জাতীয়ভাবে স্বীকৃতি পেয়েছেন। একইসাথে বাংলা একাডেমী পুরস্কার সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন।

আমজাদ হোসেনের পরিচালনায় নির্মিত জনপ্রিয় ছবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘বাল্যবন্ধু’, ‘পিতা পুত্র’, ‘এই নিয়ে পৃথিবী’, ‘বাংলার মুখ’, ‘নয়নমণি’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সুন্দরী’, ‘কসাই’, ‘জন্ম থেকে জ্বলছি’, ‘দুই পয়সার আলতা’, ‘সখিনার যুদ্ধ’, ‘ভাত দে’, ‘হীরামতি’, ‘প্রাণের মানুষ’, ‘কাল সকালে’, ‘গোলাপী এখন ঢাকায়’ ‘গোলাপী এখন বিলেতে’ ইত্যাদি।

এসি