কোরবানির পশুর চামড়া দাম কমেছে ব্যাপক হারে
প্রকাশিত : ০৬:০৩ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৬ বুধবার | আপডেট: ০৬:০৩ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৬ বুধবার
এবছর ব্যাপক হারে কমেছে কোরবানির পশুর চামড়া দাম। ব্যবসায়ীরা বলছেন, বিশ্ববাজারে দরপতন এবং হাজারিবাগ থেকে ট্যানারি শিল্প না সরানোয় এবার সর্বনিম্ন পর্যায়ে ঠেকেছে কাঁচা চামড়ার দাম। পাশাপাশি লবনের বাড়তি দাম বাড়িয়েছে সংরক্ষণ খরচও। এ অবস্থায় ভারতে কাচা চামড়া পাচারের আশঙ্কা করছেন তারা।
ঈদের দ্বিতীয় দিনেও গবাদি পশু কোরবানি করেছেন অনেকেই। বৃষ্টি না থাকায় আজ কোনো ভোগান্তি নেই। কিন্তু এবার চামড়ার দাম শুনে হতাশ নগরবাসি।
মৌসুমি ব্যবসায়ীরা বলছেন, তারপরও লোকসান তাদের। যদিও পোস্তায় বড় গরুর চামড়ার দাম দুই হাজার টাকা পর্যন্ত দাবি করছেন মৌসুমি ব্যবসায়ীরা। কিন্তু হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন বলছে, আগেই নির্ধারণ করে দেয়া প্রতি বর্গফুট চামড়ার দাম ৫০ টাকার বেশি দেয়া কোন ভাবেই সম্ভব নয়।
এদিকে ২০১৩ সালে কাচা চামড়ার দাম ছিল প্রতি বর্গফুট ৮৫ থেকে ৯০ টাকা, যা এ বছর নেমেছে ৫০ থেকে ৫৫ টাকায়। ট্যানার্স অ্যাসেসিয়েশন বলছে, আন্তর্জাতিক বাজারে দাম কমার পাশাপাশি পরিবেশসম্মত ট্যানারি শিল্প নিশ্চিত করতে না পারায় বিশ্বখ্যাত অনেক ব্রান্ড চলে যাওয়ায় এ অবস্থার জন্য দায়ী।
লবনের দাম প্রায় দ্বিগুন হওয়ায় কোরবানির চামড়া সংরক্ষণে খরচও বেড়েছে। কোরবানির আগে দেড় লাখ টন লবন আমদানির কথা বলা হলেও দাম বাড়ায় হাতাশার কথা জানিয়েছে ব্যবসায়ীরা।