শরীরে কৃমি বাসা বেঁধেছে বুঝবেন কী করে?
প্রকাশিত : ১১:৩২ এএম, ২২ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার
মাঝে মধ্যেই পেটে ব্যথা হচ্ছে? যখন তখন মাথার যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে? ৬-৭ ঘণ্টা ঘুমানোর পরও অবসাদগ্রস্থ লাগছে? শরীরে সারাক্ষণ একটা অস্বস্তি ভাব? এ সবের কারণ হতে পারে কৃমি। কিন্তু কী করে বুঝবেন, আপনার শরীরে কৃমি বাসা বেঁধেছে কি-না? আসুন কয়েকটি এর কয়েকটি উপসর্গ চিনে নেওয়া যাক-
১) মিষ্টি জাতীয় খাবার খাওয়ার ইচ্ছা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া,
২) মাড়ি থেকে রক্তপাত হওয়া,
৩) ঘুমনোর সময়ে মুখ থেকে লালা পড়া,
৪) অকারণে ক্লান্ত হয়ে পড়া,
৫) ত্বকে র্যাশ, চুলকুনির সমস্যা,
৬) খিদে না পাওয়া,
৭) গা-হাত-পা ব্যথা,
৮) অনিয়মিত ঋতুর সমস্যা।
সূত্র: জিনিউজ
একে//