বগুড়ায় প্রত্মনাটক ‘মহাস্থান’র মঞ্চায়ন শুরু আজ
প্রকাশিত : ০৮:৫৭ এএম, ২৩ নভেম্বর ২০১৮ শুক্রবার | আপডেট: ১০:৫৭ এএম, ২৩ নভেম্বর ২০১৮ শুক্রবার
বিভিন্ন প্রত্মতাত্ত্বিক স্থান নিয়ে দীর্ঘদিন যাবৎ প্রত্মনাটক করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এরই ধারাবাহিকতায় আড়াই হাজার বছরের রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক আচার অনুষ্ঠানের ইতিহাস-ঐতিহ্য নিয়ে প্রত্ননাটক ‘মহাস্থান’ মঞ্চায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ড. সেলিম মোজাহার-এর রচনায় এবং লিয়াকত আলী লাকীর নির্দেশনায় আজ শুক্রবার এবং আগামীকাল শনিবার বগুড়ার মহাস্থানগড়ে প্রযোজনাটির মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।
চুড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে গত ২০-২২ নভেম্বর বগুড়ার মহাস্থানগড়ে মহড়া অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিল্পকলা একডেমি প্রযোজিত এই প্রত্মনাটকটি ৩৫০ জন শিল্প-কলাকুশলীর অংশগ্রহণে নির্মিত প্রত্মনিদর্শন মহাস্থানগড়ের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসের শৈল্পিক উপস্থাপনা।
আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় উদ্ধোধনী মঞ্চায়নের উদ্ধোধন করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নাসির উদ্দিন আহমেদ, প্রধান অতিথি হিসেব উপস্থিত থাকবেন বিশিষ্ট কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মঞ্চসারথি আতাউর রহমান, বিশিষ্ট নাট্যজন অধ্যাপক আবদুস সেলিম, প্রত্নতত্ত্ব অধিদফতরের মহাপরিচালক মো. আলতাফ হোসেন, বগুড়া জেলার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, বগুড়া জেলার পুলিশ সুপার মো. আলী আশরাফ ভূইঞা বিপিএম।
একে//