ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১

ওয়েস্ট ইন্ডিজ- ৩২ ওভারে ৯০/৫

টাইগারদের বোলিং তাণ্ডব, দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ

প্রকাশিত : ১১:১৬ এএম, ২৩ নভেম্বর ২০১৮ শুক্রবার | আপডেট: ০১:০২ পিএম, ২৩ নভেম্বর ২০১৮ শুক্রবার

প্রথম দিন শেষে ৮ উইকেট হারিয়ে ৩১৫ রান সংগ্রহ করেছিলো বাংলাদেশ। আজ দ্বিতীয় দিনে মাত্র ৯ রান যোগ করেছে স্বাগতিকরা। ফলে প্রথম ইনিংসে টিম টাইগারদের সংগ্রহ ৩২৪ রান। তবে নিজেদের প্রথম ইনিংসে শুরুতেই টাইগারদের বোলিং তাণ্ডবে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ।

শেষ খবর পাওয়া পর্যন্ত- ৩২ ওভারে ৯০ রানে ৫টি উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সাকিব দুটি ও তাইজুল ১টি করে উইকেট নিয়েছেন।
চট্টগ্রাম টেস্টে প্রথম দিন ভালো-খারাপ দুই দিকই ছিল বাংলাদেশের। মুমিনুল হকের সেঞ্চুরি, সেই সঙ্গে টেলএন্ডারদের দায়িত্বশীল ব্যাটিং, টাইগারদের অনেকটা এগিয়ে নিয়ে গেছে। আজ দ্বিতীয় দিন আবারও ব্যাটিংয়ে নেমে মাত্র ৯ রান যোগ করে গতকালের ৩১৫ রানের সঙ্গে।
আগের দিনে অভিষিক্ত নাঈম হাসান ২৪ ও তাইজুল ইসলাম ৩২ রানে অপরাজিত ছিলেন। আজ নাঈম মাত্র ২ রান করে মাঠ ছাড়েন। তবে তাইজুল অপরাজিত ছিলেন ৩৯ রান করেন। যদিও শেষে আউট নিয়ে কিছুটা নাটকিয়তা দেখা যায়, তবে পরের বলে আউট হয়ে মাঠ ছাড়তে বাধ্য হয় মুস্তাফিজুর রহমান।
এর আগে দীর্ঘদিন পর টেস্ট দলে ফেরা সৌম্য সরকারের ব্যর্থতা ও বিপর্যয় পুষিয়ে দেন ইমরুল কায়েস ও মুমিনুল হক। ১০৪ রানের জুটি গড়েন তারা। কায়েস ৪৪ রানে বিদায় নিলেও ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি করে বেশ কয়েকটি রেকর্ডের মালিক হন মুমিনুল। শেষ পর্যন্ত তিনি ১৬৭ বলে ১০টি চার ও একটি ছক্কায় ১২০ রানে কেমার রোচের বলে বিদায় নেন। অধিনায়ক সাকিব আল হাসানও ভালো কিছু করতে পারেননি (৩৪)। ব্যর্থতার খাতায় নাম লেখান মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদও। তবে শেষ দিকে মেহেদি হাসান মিরাজ (২২), নাঈম ও তাইজুলের ব্যাটে তিনশ রানের কোটা পার করে বাংলাদেশ।
ক্যারিবীয় বোলারদের মধ্যে প্রথম দিন শেনন গ্যাব্রিয়েল ৪টি উইকেট নেন। জোমেল ওয়ারিকন ২টি এবং দেবেন্দ্র বিশ ও রোচ একটি করে উইকেট পান।
বাংলাদেশ একাদশ :
সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুমিনুল হক, মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম ও নাঈম হাসান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ :
ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), কাইরন পাওয়েল, শাই হোপ, শিমরন হিটমেয়ার, রোস্টন চেজ, সুনীল আম্ব্রিস, শেন ডওরিচ, শ্যানন গ্যাব্রিয়েল, জোমেল ওয়ারিকেন, কেমার রোচ ও দেবেন্দ্র বিশু।
এসএ/