ঢাকা, বুধবার   ২৬ জুন ২০২৪,   আষাঢ় ১২ ১৪৩১

নায়িকাকে বাজে প্রস্তাব দিয়ে চাকরি হারালেন 

প্রকাশিত : ০৫:১৫ পিএম, ২৩ নভেম্বর ২০১৮ শুক্রবার | আপডেট: ০৫:২৭ পিএম, ২৩ নভেম্বর ২০১৮ শুক্রবার

নায়িকারা হর হামেশাই হেনস্থার শিকার হন। তেমনি সোশ্যাল সাইটে বাজে পরিস্থিতির মুখোমুখি হন মালায়ালম অভিনেত্রী নেহা সাক্সেনা। সম্প্রতি দুবাইয়ে অবস্থানরত এক ভারতীয়র বিরুদ্ধে অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগ করেন নেহা।        

জানাগেছে, কয়েকদিন আগে ঘটে ঘটনাটি। নেহাকে ওই ব্যক্তি হোয়াটসঅ্যাপে কুপ্রস্তাব দেয়। এরপর ভীষণ চটে যান নেহা। ওই ব্যক্তির ছবি-সহ মেসেজের সব আলাপচারিতার ছবি ফেসবুকে পোস্ট করে দেন।

সেখানে নেহা লেখেন, ‘ওই ব্যক্তি কয়েকদিন আগে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করেন। আমাকে দুবাইয়ে রাত কাটানোর প্রস্তাব দেন তিনি।’

নেহা সাক্সেনার পিআর ম্যানেজার মেসেজটি দেখতে পেয়ে তাকে জানান। তার পরেই ফেসবুকে পোস্ট করে ঘটনার প্রতিবাদ করেন তিনি। কমেন্ট বক্সে ওই ব্যক্তির নাম ও ঠিকানাও দিয়ে দেন নেহা। এর পরে চাকরি হারাতে হয় ওই লোকটিকে।

পরে অন্য একটি পোস্টে নেহা জানান, ‘ওই ব্যক্তি মোবাইল সুইচ অফ করে রেখেছেন। অফিসে যাওয়াও বন্ধ হয়ে গিয়েছে তার। এখন তার দাবি, তার ছেলের ফোন হ্যাক করা হয়েছিল। সেখান থেকেই নাকি মেসেজগুলি পাঠানো হয়।’

নেহা বলেন, এই সব কথা তিনি মানতে নারাজ। তিনি বলেন, হাতে লিখে চিঠির মাধ্যমে তার কাছে ক্ষমা চাইতে হবে।

এসি