ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

নারায়ণগঞ্জে স্টিল মিলে বিস্ফোরণ, দগ্ধ ১২

প্রকাশিত : ০৫:৫৭ পিএম, ২৩ নভেম্বর ২০১৮ শুক্রবার

নারায়ণগঞ্জের মদনপুরের বড়াইগ্রাম এলাকায় একটি স্টিল মিলে লোহা গলানোর চুল্লিতে বিস্ফোরণে ১২ জন দগ্ধ হয়েছেন। আহত লোকজনকে বেলা ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আজ শুক্রবার সকালে বড়াইগ্রাম এলাকার মন্তাহার স্টিল মিলের এ দুর্ঘটনায় দগ্ধ ব্যক্তিরা হলেন মানিক (২২), রূপক (২০), সুজন (১৮), কবির (৩০), রানা (২২), জাফর (২৫), আরিফ (২০), শাকিল (২৫), মাসুম (২৫), সজীব (২৬), গোলাপ মণ্ডল (২২) ও সালাউদ্দিন (২৫)। তাঁরা সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

দগ্ধ ব্যক্তিদের সহকর্মী সিরাজ জানান, সকালে মন্তাহার স্টিল মিলে লোহার পাত গলানোর চুল্লিতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের কারণে ফুটন্ত লোহা ছিটকে আশপাশে থাকা শ্রমিকদের গায়ে এসে লাগে। এতে ১২ জন দগ্ধ হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন তাঁরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এএসআই) আব্দুল খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। চিকিৎসকের বরাত দিয়ে তিনি জানান, ১২ জনের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।

আরকে//