ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

আশুলিয়ায় বাস চাপায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পুলিশ কর্মকর্তা

সাভার সংবাদদাতা

প্রকাশিত : ০৭:৪৭ পিএম, ২৩ নভেম্বর ২০১৮ শুক্রবার

রাজধানী ঢাকার অদূরে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কে বেপরোয়া স্টাফ বাসের চাপায় মোটরসাইকেল আরোহী পুলিশের আশুলিয়া থানার উপ-পরিদর্শক জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে।

সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্রে থাকা উপ-পরিদর্শক কবির হোসনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকগণ।

শুক্রবার বিকেলে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী হাজী জয়নুদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের একটি স্টাফ মিনিবাস (ঢাকা মেট্রো জ-১১-১৮১১) নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকা অতিক্রম করার সময় বাসটিকে থামাবার চেষ্টা করেন ওই পুলিশ কর্মকর্তা।

এক পর্যায়ে বাসের চালক বেপরোয়াভাবে বাসটি চালাতে থাকলে পুলিশ কর্মকর্তা মোটরসাইকেল যোগে বাসটির পিছু নেয়। পরে পলাশবাড়ি এলাকায় পৌঁছালে পুলিশ কর্মকর্তা বাসটি থামাতে মোটরসাইকেলটি মহাসড়কের উপর দাঁড় করান। এ সময় বাসের চালক বাসের গতি নিয়ন্ত্রণ করতে না পারায় মোটরসাইকেলসহ পুলিশ কর্মকর্তাকে চাপা দেয়। পরে মোটরসাইকেলটি প্রায় ২০ ফুট দূরে ছেচড়ে নেওয়ার পর বাসটি ডিভাইডারের উপর উঠে গেলে চালক পালিয়ে যায়। এ সময় গুরুতর আহত পুলিশ কর্মকর্তা কবির হোসেনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার সংবাদ পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি সড়ক থেকে সরিয়ে নিলে এক ঘণ্টা পর যানচলাচল স্বাভাবিক হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক জাবেদ হোসেন জানান, হাসপাতালে চিকিৎসাধীন আহত পুলিশ কর্মকর্তার অবস্থা আশঙ্কাজনক।

কেআই/ এসএইচ/