ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

বান্দরবানের পর্যটন স্পটগুলো পর্যটকের পদচারণায় মুখর

প্রকাশিত : ০৩:৪৬ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৩:৪৬ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৬ বৃহস্পতিবার

ঈদের ছুটিতে পর্যটকের পদচারণায় মুখর বান্দরবানের পর্যটন স্পটগুলো। প্রকৃতির সৌন্দর্য উপভোগে বৃষ্টির মধ্যেও এসব স্থানে ভিড় জমান দেশি-বিদেশি পর্যটকরা। আর তাদের আকৃষ্ট করতে দর্শনীয় স্থানগুলোর পাশাপাশি হোটেল ও রেস্ট হাউসগুলোও সাজানো হয়েছে ভিন্ন আঙ্গিকে। মেঘের হাতছানি আর ঝরনার স্বচ্ছ পানির স্বর্গীয় সৌন্দর্যে ঘেরা বান্দরবানে রয়েছে নীলগিরি, নীলাচল, বগালেক, মেঘলা, রিজুক ঝর্ণাসহ অসংখ্য পর্যটন স্পট। বছরের সব সময় এসব স্থানে পর্যটকদের আনাগোনা থাকলেও, ঈদের অবকাশে তা বেড়ে যায় বহুগুণ। চিম্বুকে বিস্তীর্ণ পাহাড়, নীলগিরি, নীলাচলে আকাশ আর মেঘের মিতালী, ঝরঝড়ি-রিজুকসহ অসংখ্য ঝর্ণাধারা, মেঘলার ঝুলন্ত সেতুর সৌন্দর্য উপভোগ করেন পর্যটকরা। পর্যটকদের আকৃষ্ট করতে হোটেলগুলোতেও রয়েছে বিশেষ আয়োজন। ঈদের ছুটিতে পর্যটকের সংখ্যা বেশি হওয়ায় পর্যটন কেন্দ্রগুলোতে নেয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ক্লান্তি দূর করে প্রাণে নতুন স্পন্দন জাগাতেই যেন প্রকৃতির কাছে ছুটে আসে মানুষ।