পদ ছাড়লেন বিবিসি’র চেয়ারম্যান রোনা ফেয়ারহেড
প্রকাশিত : ০৩:৫৫ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৩:৫৫ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৬ বৃহস্পতিবার
পদ ছাড়লেন বিশ্বের অন্যতমক প্রভাবশালী সংবাদ মাধ্যম বিবিসি’র চেয়ারম্যান রোনা ফেয়ারহেড।
বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র আহ্বানের পর পদত্যাগ করেন তিনি। যদিও চার মাস আগে সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তাকে ২০১৮ সাল পর্যন্ত ওই পদে থাকার জন্য বলেছিলেন। এ বছরের শেষে বিবিসি ট্রাস্ট বিলুপ্ত করে একটি একক বোর্ড প্রতিষ্ঠানটি চালানোর দায়িত্ব নেবে। তবে পদত্যাগের পর রোনা ফেয়ারহেড আগামী কমিটিতে আর নিজের নাম রাখতে রাজি নন। আপাতত ডেমিয়েন কলিন্স প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নিলেও খুব শিগগিরি গুরুত্বপূর্ণ কারো হাতে দায়িত্ব হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ব্রিটিশ সংস্কৃতি মন্ত্রী।