ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

মিয়ানমারের ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা তুলে নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৩:৫০ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৩:৫০ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৬ বৃহস্পতিবার

মিয়ানমারের ওপর আরোপ করা বেশ কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বুধবার হোয়াইট হাউজে মিয়ানমারের নেত্রী অং সাং সু চির সঙ্গে বৈঠকে এ আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে মাদক ব্যবসাসহ বর্তমান ও সাবেক বেশ কিছু সামরিক কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমনে নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানিয়েছেন তিনি। দেশটিতে রাজনৈতিক সংস্কার গতিশীল করতে চলতি বছর বেশ কিছু নিষেধাজ্ঞা শিথিল করে যুক্তরাষ্ট্র।  সুচির নেতৃত্বাধীন এনএলডি ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে এলেন গণতন্ত্রপন্থী এই নেত্রী।