ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫,   পৌষ ৩০ ১৪৩১

মাশরাফি নমিনেশন পাওয়ায় এলাকাবাসীর আনন্দ-উল্লাস

প্রকাশিত : ০৭:২০ পিএম, ২৪ নভেম্বর ২০১৮ শনিবার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল এক্সপ্রেসখ্যাত তারকা ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা নড়াইল-২ আসনে মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার খবরে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে খুশির জোয়ার বইছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে মাশরাফির প্রার্থিতা নিয়ে বিভিন্ন মন্তব্য ও লেখালেখি করায় সবার মাঝে এ বিষয়ে কৌতূহল সৃষ্টি হয়েছিল। অতিসম্প্রতি (২০ নভেম্বর) আ’লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নড়াইল-২ আসনে মহাজোটের প্রার্থী হিসেবে ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজার নাম ঘোষণা করায় নড়াইলবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

এ ঘোষণার পরপরই আনন্দ মিছিল, র‌্যালি ও মিষ্টি বিতরণ করা হয়েছে। ইতিমধ্যে মাশরাফির পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। আওয়ামী লীগ, যুবলীগ ও যুব মহিলা লীগের আয়োজনে নির্বাচনী এলাকা সদর ও লোহাগড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভোট চেয়ে উঠান বৈঠক, নির্বাচনী প্রস্তুতি সভা, কমিটি গঠন ও মিছিল বের করা হচ্ছে।

গত ১১ নভেম্বর নড়াইল-২ আসনে নির্বাচন করতে আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মাশরাফি। তিনি ছাড়াও এ আসনে ১৭ জন আওয়ামী লীগের হয়ে লড়তে চান। তবে সবাইকে ছাপিয়ে মাশরাফিই নড়াইল-২ আসনে নৌকার প্রার্থী হচ্ছেন-এমন ইঙ্গিত পেয়ে নড়াইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস শহরের রূপগঞ্জে তার ব্যবসা প্রতিষ্ঠানে দলীয় নেতাকর্মীদের মিষ্টিমুখ করান। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে মাশরাফির পক্ষে নৌকা মার্কায় ভোট চান।

এদিকে জেলা স্বেচ্ছাসেবক লীগ শহরের পুরাতন বাস টার্মিনালে বঙ্গবন্ধু মঞ্চে মিষ্টি বিতরণ ও সংক্ষিপ্ত আলোচনার আয়োজন করে। এছাড়া আওয়ামী লীগ, যুবলীগ, যুব মহিলা লীগের আয়োজনে সদর উপজেলার শম্ভুডাঙ্গায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

আরকে//