ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫,   পৌষ ৩০ ১৪৩১

রোনালদিনহোর সম্পত্তি বাজেয়াপ্ত!

প্রকাশিত : ০৯:০৮ এএম, ২৫ নভেম্বর ২০১৮ রবিবার

বিশ্ব ফুটবলের খ্যাতিমান তারকা ফুটবলার রোনালদিনহো, ব্রাজিলকেও জিতিয়েছেন বিশ্বকাপ। সেই ব্রাজিল প্রশাসন এখন চলমান বিতর্কের ফলে বার্সেলোনা কিংবদন্তির বিলাসবহুল গাড়ি ও অন্যান্য ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্ত করেছে।

তিন বছর আগে ব্রাজিলের একটি আদালত রোনালদিনহো ও তার ভাই রবার্তোকে অবৈধ নির্মাণের দায়ে দোষী সাব্যস্ত করে ব্রাজিলিয়ান রিয়ালে ১ দশমিক ৭ মিলিয়ন অর্থাৎ ৮ দশমিক ৫ মিলিয়ন অর্থ প্রদান করার আদেশ দেন।

কিন্তু এত দিনেও সেই জরিমানা না দেওয়ায় আদালতের নির্দেশে তদন্ত শুরু করে দেশটির প্রশাসন। রাষ্ট্র পক্ষের দাবি পূরণে ব্যর্থতার ফলস্বরূপ রোনালদিনহোর পাসপোর্ট জব্দ ও ব্যাংক অ্যাকাউন্টগুলো যাচাই করতে শুরু করে তদন্ত কমিটি। সেই তদন্ত করতে গিয়ে খোঁজ মেলে চ্যাঞ্চল্যকর তথ্যের।

তদন্তে দেখা যায়, রোনালদিনহোর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পড়ে রয়েছে মাত্র ৬ ইউরো। যা দেখে অবাক ব্যঙ্ক কর্মীরা। জরিমানার টাকা আদায় হবে কি করে? তাই ব্যঙ্ক কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে রোনালদিনহোর বিলাসবহুল, গাড়ি, আসবাবপত্রসহ অন্যান্য দামি সম্পত্তি বাজেয়াপ্ত করবে।

কিংবদন্তি ফুটবলারকে ঘিরে এমন কাণ্ডে রীতিমতো শোরগোল পড়ে গেছে। কী কারণে রোনালদিনহোর জরিমানা? জানা গিয়েছে, নিজের ভাইয়ের সঙ্গে রোনালদিনহো বেআইনিভাবে চিনিকল নির্মাণ করেছিলেন বেশ কিছু বছর আগে। প্রকাশ্যে আসার পরেই মামলার মুখোমুখি হতে হয় তাকে। আদালতেও তার বিরুদ্ধে রায় যায়। তবে এসব বিষয়ে কোনকালেই চিন্তিত নন তিনি। দিব্যি ঘুরে বেড়াচ্ছিলেন তিনি। কিছুদিন আগেই তিনি গিয়েছিলেন চীন, জাপানে। সেখানে নামি ক্রীড়া প্রস্তুতকারক সংস্থা তার নামে বুট তৈরি করেছে। সেই সংস্থারই ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন তিনি।

এর মাঝেই তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে হানা দেয় তদন্ত কর্মকর্তরা। তারপরেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা দেখে সন্দেহ জাগে তাদের। মনে করা হয়েছে, জরিমানার অর্থ ফাঁকি দেবেন বলেই নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কানাকড়ি রাখেননি। রোনালদিনহোর ভাই রবার্তো ডি এসিস মোরেইরা জরিমানার টাকা পরিশোধ করে দিয়েছেন। কিন্তু নাগালে পাওয়া যাচ্ছে না তারকা ফুটবলারকে। তারপরেই রোনালদিনহোর সম্পত্তি বাজেয়াপ্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

সূত্র- এবেলা

আরকে//