ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

দেম্বেলের গোলে হার এড়ালো বার্সেলোনা

প্রকাশিত : ১১:১৭ এএম, ২৫ নভেম্বর ২০১৮ রবিবার

আতলেটিকো মাদ্রিদের রক্ষণাত্মক ফুটবলের বিপক্ষে সুবিধা করতে পারছিল না বার্সেলোনা। উল্টো গোল খেয়ে হারের শঙ্কায় পড়েছিল লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। তবে শেষ দিকে উসমান দেম্বেলের গোলে স্বস্তির ড্রয়ে মাঠ ছাড়ে কাতালান ক্লাবটি।

শনিবার রাতে লা লিগায় দুই দলের ম্যাচটি ১-১ ড্র হয়। লিগে এই নিয়ে টানা দুই ম্যাচ জয়শূন্য রইলো এরনেস্তো ভালভেরদের দল।

প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে ম্যাচের শুরু থেকেই বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল বার্সেলোনা। কিন্তু আতলেটিকোর রক্ষণাত্মক ফুটবলের সামনে কোনও সুবিধাই করতে পারেনি অতিথিরা। তবে প্রথমার্ধে জালের দেখা পায়নি কোনও দল।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৭৭তম মিনিটে খেলার ধারার বিপরীতে এগিয়ে যায় আতলেটিকো। গ্রিজম্যানের কর্নারে ডান দিক থেকে আসা বল দূরের পোস্টে সুযোগ বুজে হেডে ঠিকানায় পাঠিয়ে দেন দিয়াগো কস্তা।

হারতে বসা বার্সেলোনার সামনে সুযোগ আসে ম্যাচের একদম শেষ মুহূর্তে।ম্যাচের ৯০তম মিনিটে পায় কাঙ্ক্ষিত গোলের দেখা। ডি-বক্সে মেসির পাস পেয়ে গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে শট নেন ১০ মিনিট আগে আর্থারের বদলি নামা দেম্বেলে। গোলবারের সামনে ডিফেন্ডার লুকা এরনদেঁজের পায়ে লেগে বল জড়ায় আতলেতিকোর জালে।

এ ড্রয়ের ফলে ১৩ ম্যাচে সাত জয় ও চার ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সা। ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেটিকো মাদ্রিদ। ২৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা সেভিয়া। সমান পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ১৩ ম্যাচ খেলা আলাভেস।

সূত্র: গোল ডটকম

একে//