ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

‘বেকারের সংখ্যা বাড়ার জন্য শিক্ষা ব্যবস্থা দায়ী’

প্রকাশিত : ০৩:০৪ পিএম, ২৫ নভেম্বর ২০১৮ রবিবার

দেশে বর্তমানে বেকারের সংখ্যা ২৬ লাখের বেশি। প্রতিনিয়ত এই সংখ্যাটা হু হু করে বাড়ছে। এর পেছনে শুধু কর্মসংস্থানের অপ্রতুলতাই নয়, বরং আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থাও অনেকাংশে দায়ী। এমনটাই মনে করছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান।

রোববার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে ‘আন্তর্জাতিক অঙ্গনে শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠান: অর্জন ও করণীয়’ শীর্ষক মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। অনুষ্ঠানটি আয়োজন করে বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

এসময় ড. মো. সবুর খান বলেন, লাখ লাখ শিক্ষিত তরুণ কর্মসংস্থানের খোঁজে দেশের বাইরে যাচ্ছে। কিন্তু সেখানে তারা যথেষ্ট মূল্যায়ন পাচ্ছেন না। মূল্যায়ন না পাওয়ার কারণ, আমাদের শিক্ষাব্যবস্থা তরুণদেরকে বিশ্ববাজারের উপযোগী করে গড়ে তুলতে পারছে না।

ড. মো. সবুর খান এসময় বৈশ্বিক রাজনীতিকেও বাংলাদেশে বেকারত্ব বাড়ার জন্য দায়ী করেন। তিনি বলেন, বৈশ্বিক রাজনীতির চোখে বাংলাদেশ তৃতীয় বিশ্বের এক অনুন্নত দেশ। যেখানে বিশ্বমানের কোনও শিক্ষা প্রতিষ্ঠান নেই। তাই সেখানে মেধাবী তরুণ প্রজন্ম গড়ে ওঠার প্রশ্নই ওঠে না।

আআ/একে/