নবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
প্রকাশিত : ০৮:০৫ পিএম, ২৫ নভেম্বর ২০১৮ রবিবার
‘সমবায় ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় ৪৭তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রোববার সকালে দোহার উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, দোহার উপজেলা চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ফজলুল হক, রমজান আলী মল্লিক, নাফিস উদ্দিন প্রমুখ।
একই দিন সকাল সাড়ে ১০টায় নবাবগঞ্জ উপজেলার বাগমারা কোর্ট বিল্ডিং প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তর এর আয়োজন করে।
উপজেলা সমবায় কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) মো. মোরশেদ জাহান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন। এতে আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইবুর রহমান, মহিলাবিষয়ক কর্মকর্তা রহিমা বেগম, ওসি (তদন্ত) মো. সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো.ইব্রাহীম খলিল, হিল্লাল মিয়া প্রমুখ।
অনুষ্ঠান শেষে সমবায় কার্যালয় থেকে সফল সংগঠক ও সমবায়কে পুরস্কার প্রদান করা হয়।
কেআই/ এসএইচ/