ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

মানবেন্দ্র নারায়ন লারমার ৭৭ তম জন্মদিন আজ

প্রকাশিত : ০৬:২৫ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৬:২৫ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৬ বৃহস্পতিবার

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা এম এন লারমা নামে পরিচিত মানবেন্দ্র নারায়ন লারমার ৭৭ তম জন্মদিন আজ। এউপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ  চেয়ারম্যান  জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা। সভায় বক্তারা এমএন লারমার আদর্শ ও সংগ্রামী ইতিহাসকে ধারণ করে পার্বত্য শান্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। পরে শিশু চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেয়া হয়। ১৯৩৯ সালের ১৫ সেপ্টেম্বর রাঙামাটির নানিয়ারচর উপজেলা মহাপ্রুম গ্রামে জন্ম নেন সাবেক সাংসদ এমএন লারমা। ১৯৭২ সালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি প্রতিষ্ঠা করেন তিনি। ১৯৭৩ সালে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এমএন লারমা। ১৯৮৩ সালের ১০ নভেম্বর বিভেদপন্থীদের হাতে তিনি নিহত হন তিনি।