রাজধানীর বাজার প্রায় ক্রেতা শূণ্য
প্রকাশিত : ০৩:০১ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৬ শুক্রবার | আপডেট: ০৩:০১ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৬ শুক্রবার
কোরবানীর ঈদের পর প্রথম সাপ্তাহিক ছুটির দিনেও রাজধানীর বাজার প্রায় ক্রেতা শূণ্য। শাকসব্জির দাম কিছুটা বাড়লেও মাছের বাজার স্থিতিশীল, ক্রেতাদের হাতের নাগালেই রয়েছে ইলিশের দাম। দেশী ও ফামের্র মুরগীর দাম আগের মতোই। তবে বেড়েছে রসুন ও আদার দাম।
ঈদের আমেজ থাকায় সাপ্তাহিক ছুটির দিনেও জমে ওঠেনি রাজধানীর বাজার। হতাশ বিক্রেতারা।
তবে কাঁচা মরিচ, পটল এবং শসাসহ বিভিন্ন সব্জির দাম বেড়েছে লাগামহীনভাবে। সরবরাহ কম থাকাকে দুষলেন বিক্রেতারা।
মাছের বাজারে ইলিশের দাম সহনীয় থাকায় বেচাকেনাও বেশ।
এদিকে মুরগীর দাম আগের মতোই রয়েছে।
এছাড়া নিত্য পন্যের বাজার স্থিতিশীল থাকলেও বেড়েছে সয়াবিনের দাম।
বিভিন্ন মসলার দর অপরিবর্তিত থাকলেও বেড়েছে আদা, রসুন ও জিরার দাম।