ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ইউক্রেন প্রশ্নে

জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

প্রকাশিত : ০২:৩৭ পিএম, ২৬ নভেম্বর ২০১৮ সোমবার

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইউক্রেন প্রশ্নে আজ সোমবার জরুরি বৈঠক ডেকেছে। জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত নিক্কি হ্যালি একথা জানান।
মস্কোর অন্তর্ভূক্ত ক্রিমিয়ার কাছের একটি প্রণালীতে জোরপূর্বক ইউক্রেনের তিনটি নৌ জাহাজ জব্দ করার খবর রাশিয়া নিশ্চিত করার পর এ বৈঠক ডাকা হলো।
নিক্কি টুইটারে এক বার্তায় বলেন, ‘বেলা ১১ টায় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে।’
কূটনৈতিক সূত্রে জানা গেছে, রাশিয়া ও ইউক্রেনের অনুরোধে বৈঠকটি ডাকা হয়।
ইউক্রেনের নৌবাহিনী সংকীর্ণ জলপথ কার্চ প্রণালীতে তাদের জাহাজগুলো লক্ষ্যকরে গুলিকরাসহ এ নজিরবিহীন ঘটনার জন্য রাশিয়াকে অভিযুক্ত করেছে।
এ প্রণালী হয়ে উভয় দেশ আজভ সাগরে প্রবেশে করতে হয়। সাগরটি উভয় দেশ ব্যবহার করে থাকে।
ইউক্রেনের নৌবাহিনীর তিনটি জাহাজে তল্লাশি চালানোর খবর নিশ্চিত করে রাশিয়ার নিরাপত্তা সংস্থা এফএসবি জানায়, ‘ইউক্রেনের সামরিক জাহাজগুলোকে থামাতে অস্ত্র ব্যবহার করতে হয়।’
ইউক্রেনের নৌবাহিনী জানায়, দু’টি ছোট যুদ্ধজাহাজ ও একটি টাগবোট এ প্রণালী হয়ে ম্যারিউপোল বন্দরে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
তারা আরও জানায়, একটি ট্যাংকার দিয়ে কার্চ প্রণালী বন্ধ করে দেয়া হয় এবং রাশিয়া সামরিক বিমান ওই এলাকার ওপর দিয়ে চক্কর দিচ্ছে।
ইউক্রেন জানায়, এ ঘটনায় তাদের ছয় সৈন্য আহত হয়েছে। তবে রাশিয়ার পক্ষ থেকে মাত্র তিনজন সামান্য আহত হওয়ার কথা বলা হয়। আহতদের চিকিৎসা দেয়া হয়েছে বলেও জানানো হয়।

সূত্র : এএফপি

এসএ/