ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

চবিতে বিনামূল্যে মনোরোগের চিকিৎসা

চবি সংবাদদাতা

প্রকাশিত : ০৫:০১ পিএম, ২৬ নভেম্বর ২০১৮ সোমবার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে মনোরোগের চিকিৎসা সেবার ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর সহযোগিতায় ও মনোবিজ্ঞান বিভাগের তত্ত্বাবধানে এ কাউন্সেলিং সেন্টারে মানসিক রোগের চিকিৎসা সেবা পাবেন শিক্ষার্থীরা।

ডিসেম্বরের প্রথমদিকে এই সেবা কার্যক্রম শুরু হবে। এ সেন্টারের আওতায় থাকছে আল্ট্রাসনোগ্রাফি ইউনিট, কাউন্সেলিং ইউনিট, ফিজিওথেরাপি ইউনিট এবং আধুনিকায়নকৃত প্যাথলজি। ইতোমধ্যে মনোবিজ্ঞান বিভাগের যেসব শিক্ষক চিকিৎসাসেবা দিবেন। তারা প্রশিক্ষণ কর্মশালাও সম্পন্ন করেছেন।

কাউন্সিলিং ছাড়াও ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন মনোসামাজিক প্রশিক্ষণ যেমন ‘রাগ ব্যবস্থাপনা, উদ্বেগ ব্যবস্থাপনা, সামাজিক দক্ষতা, ইত্যাদির আয়োজনও করা হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম মানসিক রোগের চিকিৎসা সেন্টার পেয়ে খুশি শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আহমেদ সালমান বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসে নানা মানসিক টেনশন, হতাশা বিরাজ করে। এসব থেকে মুক্তি পেতে এ ধরণের চিকিৎসাসেবা প্রয়োজন ছিল।

উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ছাত্র-ছাত্রীদের মধ্যে মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাসসহ নেতিবাচক প্রভাব থেকে মুক্ত রাখতে এ কাউন্সেলিং সেন্টার বহুমাত্রিক কার্যক্রম পরিচালনা করবে। তারা শারীরিক সক্ষমতা অর্জনের পাশাপাশি মানসিক স্বাস্থ্যও ভালো রাখতে পারবে।

মনোবিজ্ঞান বিভাগের সভাপতি লাইলুন নাহার বলেন, বিনামূল্যে এ সেবা পাবেন শিক্ষার্থীরা। তবে এজন্য প্রথমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।

কেআই/ এসএইচ/