ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

যে কারণে এক আসনে একাধিক প্রার্থীকে মনোনয়ন দিচ্ছে বিএনপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৩৪ পিএম, ২৬ নভেম্বর ২০১৮ সোমবার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র রোববার রাত থেকেই দেয়া শুরু করেছে বিএনপি। এতে দেখা যায়, অনেক আসনেই একাধিক প্রার্থীকে বিএনপি মহাসচিবের স্বাক্ষর করা প্রত্যয়নপত্র দেয়া হয়েছে। এতে নেতাকর্মীদের মধ্যে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে।

কিন্তু এক আসনে একাধিক প্রার্থীকে কেনো মনোনয়ন পত্র দিচ্ছে দলটি। এবিষয়ে দলের একটি সূত্র জানায়, একাধিক প্রার্থীকে মনোনয়ন পত্র দেয়ার কারণ হচ্ছে আইনি জটিলতায় কারও প্রার্থিতা যদি বাতিল হয়ে যায়, তবে সেখানে যেন প্রার্থী শূন্য না থাকে। বিকল্প প্রার্থীকে যেনো নির্বাচন করতে পারে।

তবে যেসব আসনে একাধিক প্রার্থীকে মনোনয়নপত্র দেয়া হচ্ছে, ওই প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের ফরমেও প্রার্থীদের স্বাক্ষর রাখা হচ্ছে বলে জানা গেছে।

দলীয় সূত্রে জানা গেছে, যেসব আসনে বিএনপির একক প্রার্থী চূড়ান্ত, জোটের কোনো দাবি নেই, ওইসব প্রার্থীর প্রত্যয়নপত্র দেয়া হয়। তবে এ ক্ষেত্রে কঠোর গোপনীয়তার নীতি অবলম্বন করছে দলটি। যারা মনোনয়নের চিঠি পেয়েছেন, তারা কৌশলগত কারণে মুখ খুলতে চাচ্ছেন না।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা বলেন, প্রার্থী চূড়ান্তের ক্ষেত্রে বিএনপির যে সতর্কতা অবলম্বন করা দরকার, সেটিই করা হচ্ছে। আওয়ামী লীগ যাদের প্রার্থী ঘোষণা করছে, তাদের নিয়ে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে।

তবে মনোনয়ন চিঠি দেয়ার বিষয়ে এখনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আনুষ্ঠানিক সিদ্ধান্ত হলে জানানো হবে। মনোনয়ন পাওয়া নিয়ে এখন পর্যন্ত যা বলা হচ্ছে সবই গুজব।

জানা গেছে, বিএনপি প্রার্থী তালিকা আরও একদিন আগেই চূড়ান্ত হয়ে আছে। কিন্তু দুই জোটের সঙ্গে আসন বণ্টন নিয়ে সিদ্ধান্ত নিতে দেরি হওয়ায় প্রার্থী তালিকা দিতে দেরি হচ্ছে।

প্রার্থীজটের কারণে জটিলতা তৈরি হওয়া আসনগুলোর ব্যাপারে আগামী ৮ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের আগেই চূড়ান্ত করা হবে।