ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

মাশরাফির বিরুদ্ধে লড়বেন ড.ফরহাদ   

প্রকাশিত : ০৬:২৯ পিএম, ২৬ নভেম্বর ২০১৮ সোমবার | আপডেট: ০৬:৩১ পিএম, ২৬ নভেম্বর ২০১৮ সোমবার

জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বিরুদ্ধে নড়াইল-২ আসনে লড়বেন ড. ফরিদুজ্জামান ফরহাদ। তিনি এ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন।     

আজ সোমবার বিকালে ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপির) কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের নাম ঘোষণা করা হয়।

ড. ফরহাদ ২০০৮ সালের নির্বাচনে এনপিপির দলীয় ‘আম’ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। এরপর ২০১২ সাল থেকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিকদল হিসেবে যুক্ত ছিলেন।

নড়াইল-২ আসনটি নড়াইল সদরের ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়ন, এবং লোহাগড়ায় ১টি পৌরসভাসহ ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার রয়েছে ৩ লাখ ১৭ হাজার ৫১১জন। পুরুষ ভোটার ১,৫৬৮৮৭ ও মহিলা ভোটার রয়েছে ১,৬০৬২৪ জন।

জাতীয় সংসদ নির্বাচনে নড়াইলের এ আসনে ৭৩, ৯১, ৯৬, ২০০৮ এবং ২০১৪ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক জয়লাভ করে। ৮৬ ও ৮৮ সালে জাতীয় পার্টি এবং ১৯৭৯ এবং ২০০১ উপ-নির্বাচনে বিএনপি জয়লাভ করে।

এসি