সড়ক দুর্ঘটনায় ৩ জেলায় নিহত ১৭, আহত ৪০
প্রকাশিত : ০৪:১৭ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৬ শুক্রবার | আপডেট: ০৪:১৭ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৬ শুক্রবার
তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৪০ জন। ব্রাহ্মণবাড়িয়ায় সিলেট থেকে ঢাকাগামী বরযাত্রীবাহী মাইক্রোবাসের সাথে একটি বাসের সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ মারা গেছে ৮ জন। মাদারীপুর ও টাঙ্গাইলে দুর্ঘটনায় আরো ৯ জন নিহত হয়েছে
সকালে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে বিপরীত দিক থেকে আসা এনা পরিবহনের সঙ্গে বরযাত্রী মাইক্রোবাসের সংঘর্ষ হয়।
ঘটনাস্থলেই মারা যায় শিশুসহ ৭ জন। হাসপাতালে নেয়ার পর মারা যান আহত এক নারী।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, নিহতদের সবাই সিলেটের বাসিন্দা। দুর্ঘটনার খবর পেয়ে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।
দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ মহাসড়কে যান চলাচল বন্ধ ছিলো।
এদিকে টাঙ্গাইলের কালিহাতীতে ঢাকা থেকে লালমনিরহাট গামী একটি যাত্রীবাহী বাস আরেকটি একটি বাসকে পাশ কাটানোর সময় রাস্তার পাশে পড়ে যায়।
এসময় মারা যায় ৫ জন। আহত ২৫জনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাদারীপুরের রাজৈর উপজেলার কালিবাড়ি এলাকায় বাস ও হিউম্যান হলারের সংঘর্ষে ৪জন নিহত হয়েছে।