ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

মনোনয়নপত্র জমা দিলেন স্পিকার 

প্রকাশিত : ০৭:০৩ পিএম, ২৭ নভেম্বর ২০১৮ মঙ্গলবার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য রংপুর-৬ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বর্তমানে ওই আসনের সংসদ সদস্য হিসেবে রয়েছেন।     

আজ মঙ্গলবার সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। তিনি নিজের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষেও আরেকটি জমা দিয়েছেন।

সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। ওই মনোনয়নপত্র দুটি গ্রহণ করেন পীরগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার টি এম এ মোমিন।

এ সময় উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান এমপি, উপজেলা চেয়ারম্যান নূর মোহাম্মদ মণ্ডল, পীরগঞ্জের পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আজিজুর রহমান রাঙ্গা, পীরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মোনায়েম সরকার মানু, রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান রনি প্রমূখ।

মননোয়নপ্রত্র জমা দেওয়ার পর উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে ড. শিরীন শারমিন চৌধুরী। বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন আজ দৃশ্যমান। দেশে বিদেশে ব্যাপক প্রশংসিত। এ উন্নয়ন সুবিধা ভোগ করছে বাংলাদেশের সর্বস্তরের জনগণ। তাই ২০৪১ সালে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে উন্নয়নের এই ধারাবাহিকতা রক্ষা করতে হবে।

এসি