ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

যুবরাজের সঙ্গে সাক্ষাতে রাজি হননি এরদোগান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:২৯ পিএম, ২৭ নভেম্বর ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৯:১৩ এএম, ২৮ নভেম্বর ২০১৮ বুধবার

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান দেখা করতে চেয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের সঙ্গে। কিন্তু তুর্কী প্রেসিডেন্ট সাক্ষাতে রাজি হননি বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রী।    

মঙ্গলবার তুরস্কের স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী মেভলুত কেবোসোগলো বলেন, প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে তাকে ফোন করে জিজ্ঞেস করেছিলেন মোহাম্মদ বিন সালমান। তখন প্রেসিডেন্ট উত্তরে বলেছিলেন,দেখা যাক কি হয়। তবে এ মুহূর্তে আপনার সঙ্গে দেখা করার কোনো কারণ নেই বলে উল্লেখ করেন এরদোয়ান।

গত মাসে সংবাদিক জামাল খাশোগিকে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে হত্যা করা হয়। এতে দু’দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। এ জন্য তুরস্ক সৌদিকে দায়ি করে আসছে।

অপরদিকে এ হত্যাকাণ্ডের জেরে কঠিন আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে সৌদি। ঠিক এসময়ে এসে এরদোয়ানের সঙ্গে সৌদি যুবরাজের দেখা করতে চাওয়া আগ্রহ জন্মায় আন্তর্জাতিক মহলে। দেখা করে কী বলতে চান যুবরাজ- এ প্রশ্ন এখন যে কারও মাথায় আসতেই পারে।

এসি