‘বঙ্গবন্ধুর স্নেহধন্য অনেকেই হত্যাকারীদের সঙ্গে হাত মিলিয়েছেন’
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০৮:০৬ পিএম, ২৭ নভেম্বর ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৯:০২ পিএম, ২৭ নভেম্বর ২০১৮ মঙ্গলবার
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বঙ্গবন্ধুর স্নেহধন্য অনেকেই আজ হীনস্বার্থ চরিতার্থের জন্য জাতির পিতার হত্যাকারীদের সঙ্গে হাত মিলিয়েছেন, নির্বাচনেও অংশ নিচ্ছেন। আন্দোলনে ব্যর্থ, জনবিচ্ছিন্ন হয়ে তারা দলের অস্তিত্ব রক্ষায় নির্বাচনে অংশ নিতে বাধ্য হচ্ছেন।
মঙ্গলবার বিকেলে যমুনা নদী বেষ্টিত কাজিপুরের দুর্গম অঞ্চল চরগিরিশে দলীয় নেতাকর্মীদের সঙ্গে দিনভর বিভিন্ন স্থানে মতবিনিময় কালে এ কথা বলেন। এর আগে সোমবার রাতে তিনি সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক মতবিনিময়ে প্রধান অতিথির বক্তৃতা করেন।
সিরাজগঞ্জে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সমাবেশে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীর উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিয়ে বিনয়ের সঙ্গে নৌকা মার্কায় ভোট চাওয়ার জন্য তিনি দলের নেতাকর্মীদের নিদের্শনা দিয়েছেন। তিনি সিরাজগঞ্জ সদর সহ ৬টি আসনেই নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানিয়ে বলেছেন আওয়ামী লীগে কোন অনৈক্য নেই। মিল্লাতকে বিজয়ী করার জন্য আওয়ামী লীগকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেছেন আওয়ামী লীগের মার্কা নৌকা, শেখ হাসিনার মার্কা নৌকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় বার্তা নিয়ে ঘরে ফিরতে হবে। এর কোন বিকল্প নেই।
সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা কেএম হোসেন আলী হাসান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য্য, বিমল কুমার দাস, মোস্তফা কামাল খান।
এছাড়াও অঙ্গসংগঠনের সব নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে তিনি ১৪ দলের শরীক অন্যান্য দলের নেতাদের সঙ্গে বৈঠক করে মহাজোটের মনোনীত প্রার্থীর পক্ষে মাঠে কাজ করার আহ্বান জানান। এ সময় আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তফা কামাল খান, জাসদ সবাপতি আব্দুল হাই তালুকদার, আবু বকর ভুইয়াসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জের সদর আসনের কোন নেতাকর্মীকে অন্য কোন নির্বাচনী আসনে গিয়ে নৌকার কাজ করতে হবে না এমন কঠোর নির্দেশনা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আরও বলেন, সদর আসনের আওয়ামী লীগের কোন নেতা কর্মী কাজিপুরেও যেতে পারবে না অন্য আসনেও না।
তিনি বলেন, নির্বাচন শুরু হয়ে গেছে ঘরে ঘরে ভোট চাইতে এখন থেকেই মাঠে নামতে হবে। কেউ রিকসায় ঘুরে ভোট চাইবেন না,পায়ে হেটে ভোটাদের দ্বারে দ্বারে যেতে হবে। সদর আসনের কেউ আমার কাজিপুরেও যেতে পারবেন না এ আসনের নেতাকর্মী অন্য আসনে গিয়ে নৌকার সঙ্গে বিশ্বাস ঘাতকতা করবেন না।
কেআই/এসএইচ/