ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

বেনাপোলে ভারতীয় চন্দন কাঠ উদ্ধার 

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ১০:০২ পিএম, ২৭ নভেম্বর ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১১:১২ পিএম, ২৮ নভেম্বর ২০১৮ বুধবার

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে ৩৮ কেজি ভারতীয় চন্দন কাঠ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।      

মঙ্গলবার দুপুর ১টার সময় এ চন্দন কাঠগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমান চন্দন কাঠ এনে যশোর নেওয়ার জন্য বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট যাত্রী টার্মিনালের সামনে অবস্থান করছে।  

এই ধরণের সংবাদের ভিত্তিতে চেকপোস্ট আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব, ল্যান্স নায়েক আব্দুর রহমান, ল্যান্স নায়েক নজরুল ইসলাম ও সিপাহী সিদ্দিকুর রহমান সেখানে অভিযান চালিয়ে ভারত থেকে পাচার হয়ে আসা ৩৮ কেজি চন্দন কাঠ উদ্ধার করেন। যার বাজার মূল্য প্রায় আড়াই লাখ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক বিষয়টি নিশ্চিত করে বলেছেন উদ্ধারকৃত চন্দন কাঠ বেনাপোল কাস্টমস গুদামে জমা করা হয়েছে।

কেআই/এসি