বাবার কবর জেয়ারত করেই নওফেলের নির্বাচনী যাত্রা
প্রকাশিত : ১০:২৯ পিএম, ২৭ নভেম্বর ২০১৮ মঙ্গলবার
চট্টগ্রামের প্রয়াত অাওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দীন চৌধুরীর পুত্র ও অাওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বাবার পথেই হাটছেন। অাওয়ামী লীগের এ তরুণ নেতা প্রথমবারের মতো নির্বাচন করতে যাচ্ছেন। অাওয়ামী লীগ তাকে মনোনয়ন দিয়েছে চট্টগ্রাম -৯ অাসনে। অাগে এ অাসনে এমপি ছিলেন জাতীয় পার্টির জিয়া উদ্দিন বাবলু।
অাজ মঙ্গলবার অানুষ্ঠানিকভাবে বাবার কবর জেয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন মহিবুল হাসান চৌধুরী নওফেল। চট্টগ্রামের চশমাহিলস্থ বাসভবনে কবর জিয়ারত করেন তিনি।
তার সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মহানগর অাওয়ামী লীগ নেতা শফিক অাদনান, ফারুখ অাহমদ, কাউন্সিলর জহর লাল হাজারী, মামুনুর রশিদ মামুন, খলিলুর রহমান নাহিদ, বাংলাদেশ অাওয়ামী উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক এম অার অাজিম, সাবেক ছাত্রনেতা মো. ওয়াসিম উদ্দিন, অারশেদুল অালম বাচ্চু, অাজিজুর রহমান অাজিজ, অাবু সাঈদ সুমন, নগর ছাত্রলীগ নেতা জাকারিয়া দস্তগীর, তালেব অালী, একরামুল হক রাসেল, রনি মির্জা, সূজন বর্মণ, অামির হামজা, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য অাব্দুর রহিম শামীম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজন, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম প্রমুখ।
ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী একুশে টেলিভিশন অনলাইনকে বলেন, অামি বাবার পথে হাঁটতে চাই। অামি নিজ থেকে মনোনয়ন চাইনি। নেত্রী নিজে অামাকে নির্বাচন করার নির্দেশ দিয়েছেন। অামি তাই নির্বাচন করছি।
জানা যায়, কেন্দ্রীয় রাজনীতির নীতিনির্ধারণে প্রধানমন্ত্রীর অাস্থাভাজন হয়ে উঠছেন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। একাদশ সংসদে তার প্রতিনিধিত্ব সেই অাস্থার জায়গাকে অারও মজবুত করবে বলেই মনে করছেন অনেকে।
অা অা// এসএইচ/