মঙ্গলবার ঢাকায় ৪১ মনোনয়নপত্র জমা
প্রকাশিত : ১০:০৯ এএম, ২৮ নভেম্বর ২০১৮ বুধবার
নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষের দিকে গতকাল মঙ্গলবার একদিনে ঢাকায় ৪১ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিন ঢাকা বিভাগীয় কমিশনার কেএম আলী আজমের দফতরে রাজধানীর ১৫টি সংসদীয় আসনে ৪০ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। আর ঢাকা জেলা প্রশাসকের দফতরে জমা পড়েছে একটি। সব মিলিয়ে একদিনে ঢাকায় জমা পড়েছে ৪১ মনোনয়নপত্র।
প্রার্থীদের অনেকেই এদিন স্বশরীরে কমিশনার কার্যালয়ে এসে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে কেউ কেউ আবার তাদের প্রতিনিধির মাধ্যমেও জমা দিয়েছেন।
যারা মনোনয়নপত্র জমা দিলেন ঢাকা-৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাবের হোসেন চৌধুরী ও ঢাকা-১৫ আসনে প্রার্থী কামাল আহমেদ মজুমদার, ঢাকা-১২ আসনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে তার ভাই আকরামুজ্জামান খান, ঢাকা-৮ এ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, গণতান্ত্রিক জোট মনোনীত প্রার্থী ঢাকা-১৩ আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী আহসান হাবীব লাভলু, ঢাকা-১৫ আসনে আহমেদ সাজেদুল হক রুবেল ও ঢাকা-৮ আসনে সিপিবির প্রকৌশলী শম্পা বসু, ঢাকা-৭ আসনে ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মাসুদ পাশা ও ঢাকা-৫ আসনে এনপিপির হাবীবুর রহমান মুকুল, ঢাকা-১৮ আসনে জাসদ (রব) শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, ঢাকা-১৭ আসনে বাম গণতান্ত্রিক জোটের (বাসদ) প্রার্থী এসএম আহসান হাবীব, গণফোরামের আহমেদ আলী শেখ, ঢাকা-১৮ আসনে বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, ঢাকা-১০ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবদুল আওয়াল, ঢাকা-৮ আসনে
বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রার্থী আবদুস সামাদ, ঢাকা-৯ ইসলামী আন্দোলনের প্রার্থী মো. মানিক মিয়া, ঢাকা-৮ আসনে এমএ ইউসুফ, জগদীশ বড়ুয়া, ঢাকা-১৬ সিদ্দিকুর রহমান ও আলী আহমেদ, ঢাকা-১৪ কামাল উদ্দিন পাটোয়ারী, ঢাকা-১৩ মুরাদ হোসেন, ঢাকা-১২ সৈকত আলী, ঢাকা-১১ আমিনুল ইসলাম ও আবদুল আউয়াল, ঢাকা-১৮ আনোয়ার হোসেন, ঢাকা-১৭ আমিনুল হক তালুকদার, আলী হায়দার ও আনিসুজ্জামান খোকন, ঢাকা-৬ মনোয়ার হোসেন, আখতার হোসেন, আবু তাহের ও আহমেদ আলী শেখ প্রমুখ।
এছাড়া ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে মঙ্গলবার নুরুল ইসলাম জাকের পার্টির হয়ে ঢাকা-২০ আসনে মনোনয়নপত্র জমা দেন।
আরকে//