ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

সিরিয়ায় বৃহত্তম গণকবর সন্ধান, ৫১৬ মৃতদেহ উদ্ধার

প্রকাশিত : ১১:৩৮ এএম, ২৮ নভেম্বর ২০১৮ বুধবার | আপডেট: ১১:৪২ এএম, ২৮ নভেম্বর ২০১৮ বুধবার

সিরিয়ার রাকায় একটি বৃহত্তম গণকবরের সন্ধান পাওয়া গেছে বলে স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে আরব নিউজ। দেশটির ফোরাত নদীর উত্তরপূর্বতীরের শহরটিতে সন্ধান পাওয়া গণকবরটি থেকে মঙ্গলবার ৫১৬টি মৃতদেহ তোলা হয়। গণকবরটিতে প্রায় দেড় হাজার মৃতদেহ পুতে ফেলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আইএস দমনের নামে মার্কিন জোটের হামলায় বহু মানুষ নিহত হয়েছিল। ধারণা করা হচ্ছে, সেই যুদ্ধে নিহতদের এভাবেই দেশটির বিভিন্ন এলকায় গণকবর দেওয়া হয়। মৃতদেহের সন্ধানে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

প্রতিবেদন থেকে আরও জানা যায়, প্রায় দেড় মাস আগে প্রথম সন্ধান মেলে প্যানোরামা গণকবরটির। মৃতদেহ উদ্ধারে খননকাজ চলছে তখন থেকেই। বেশিরভাগ মৃতদেহই বেসামরিক নাগরিকদের।

প্রসঙ্গত, আইএস জঙ্গিদের কথিত খিলাফতের স্বঘোষিত রাজধানী ছিল রাকা। গত বছর মার্কিন সেনাবাহিনীর অভিযানে জঙ্গিমুক্ত হয় শহরটি। এর পর এ পর্যন্ত সেখানে ৯টি গণকবর পাওয়া গেছে, যার মধ্যে সবচেয়ে বড় গণকবর বলা হচ্ছে প্যানোরামাকে।

সূত্র: আরব নিউজ

একে//